উত্তরবঙ্গের সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএল (IPL) ক্রিকেটারদের সামনে এবার আরও ধনী হওয়ার হাতছানি নিয়ে এলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের নতুন ঘোষণায় তেমনটাই ইঙ্গিত রয়েছে। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, এবার থেকে আইপিএলের প্রতিটি ম্যাচে প্লেয়াররা ম্যাচ ফি বাবদ ৭.৫ লাখ টাকা করে পাবেন। অর্থাৎ যেসব প্লেয়ারেরা লিগের প্রতিটি ম্যাচে খেলবে তাঁরা তাঁদের চুক্তির অর্থের ওপরে অতিরিক্ত ১.০৫ কোটি টাকা পাবে।
প্রসঙ্গত, এতদিন ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএলে নিলামের মাধ্যমে যত টাকা দিয়ে ক্রিকেটারদের কিনত প্রতি বছর চুক্তির সেই টাকাটিই পেতেন তাঁরা। আলাদা কোনও ম্যাচ ফি(Match fee) দেওয়া হত না। এবার থেকে সেই ম্যাচ ফির নিয়ম চালু হতে চলেছে আইপিএলে। জয় শাহের ঘোষণা অনুযায়ী, এবার থেকে প্রত্যেক ক্রিকেটার ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজি যত দাম দিয়েই প্লেয়ার কিনুক, ম্যাচ ফি সবার ক্ষেত্রে একই হবে। চুক্তির অর্থের ওপর অতিরিক্ত এই টাকাটি পাবেন তাঁরা।
সমাজমাধ্যমে করা তাঁর পোস্টে তিনি লেখেন, “আইপিএলে ধারাবাহিকতা উদযাপন করতে এবং অসাধারণ পারফরম্যান্সগুলিকে সম্মান জানাতে ঐতিহাসিক উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) । আইপিএলের ম্যাচ পিছু ৭.৫ লাখ টাকা ম্যাচ ফি দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আমরা উল্লসিত! একজন ক্রিকেটার লিগের প্রতিটি ম্যাচে খেললে চুক্তির অতিরিক্ত ১.০৫ কোটি টাকা পাবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এই খাতে ১২.৬০ কোটি টাকা বরাদ্দ করবে। আইপিএল এবং আমাদের ক্রিকেটারদের জন্য একটা নতুন যুগের সূচনা হতে চলেছে।”