উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার (Russia) নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার (Crimea) তেলের ভাণ্ডারে হামলা চালাল ইউক্রেন (Ukraine)! এমনই দাবি কিয়েভের। ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করেছিল মস্কো। সেখান থেকে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে তেল সরবরাহ করা হত। এবার সেখানে হামলা চালিয়ে রাশিয়াকে অস্বস্তিতে ফেলল ইউক্রেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইউক্রেনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ সেনাকে এখানকার টার্মিনালের মাধ্যমে জ্বালানি পৌঁছে দেওয়া হত। মস্কোর জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়ে রাশিয়াকে ছত্রভঙ্গ করাই তাদের উদ্দেশ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গুলি করে ১২টি ইউক্রেনীয় ড্রোন নামিয়েছে রুশ সেনা। সব মিলিয়ে ২১টি ড্রোন পাঠিয়েছিল কিয়েভ।
গত ২ বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ইউক্রেনের আকাশে দেখা মেলে রুশ রণতরীর। সেই থেকে শুরু। সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ার মস্কো সহ একাধিক শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। যদিও রাশিয়ার নিরাপত্তাবাহিনীর দাবি, সেই হামলা প্রতিহত করেছে তারা। ইউক্রেনের ১৫৮টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই হামলার জেরে মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লাগে বলে জানা গিয়েছিল।