রায়গঞ্জ: অ্যান্টিবায়োটিকের সংকট দেখা দিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, অ্যান্টিবায়োটিকের অধিকাংশই কার্যত অমিল রায়গঞ্জ মেডিকেলে। সমস্যার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। এদিকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের। যেখানে বিনা খরচে চিকিৎসা হওয়ার কথা সেখানে ওষুধ আনতে বেসরকারি প্রতিষ্ঠানে রোগীর পরিজনদের ছুটতে হচ্ছে। শুরু হয়েছে বিকল্প পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক নিয়ে আসার তোড়জোড়।
চিকিৎসকদের একাংশের দাবি, করোনার উপসর্গ থাকলেই অ্যান্টিবায়োটিক নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যে কোনও অস্ত্রোপচারেও অ্যান্টিবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হঠাৎ করে চরম সমস্যা দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে কলকাতা থেকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গিয়েছে।
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান, বিকল্প পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, রেনিটিডিন, ড্রেটোরাভিন, লেভাথাইরক্সিন, ডুওলিন, মক্সিফ্লক্সাসিন সহ ১৮ ধরনের অ্যান্টিবায়োটিক নেই রায়গঞ্জ মেডিকেলে। রায়গঞ্জ মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, প্রায় ১১২ রকমের অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধের অর্ডার দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তা না আসায় বিকল্প পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।