রিয়াধ: পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে বরখাস্ত করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, লুই কাস্ত্রোকে আর নাসেরে কোচ হিসেবে দেখা যাবে না। বিগত ১৪ মাসের জার্নির জন্য তাঁকে ধন্যবাদ।
রোনাল্ডো যোগ দেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করেছে আল নাসের। গত বছরের এপ্রিল মাসে কোচের দায়িত্ব থেকে সরানো হয় রুডি গার্সিয়াকে। তাঁর বদলে দায়িত্বে আসেন লুইস কাস্ত্রো। কিন্তু কাস্ত্রো আসার পরেও লিগ জিততে পারেনি আল নাসের। চলতি মরশুমে শুরু থেকে একদমই ছন্দে নেই তারা। লিগে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে তারা। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও আল শর্তার সঙ্গেও ড্র করেছে তারা। ফলে কাস্ত্রোর প্রতি মোহভঙ্গ হয়েছে আল নাসের কর্তাদের।
আল নাসেরের পরবর্তী কোচ হিসেবে প্রাক্তন এসি মিলান কোচ স্টেফানো পিওলির নাম শোনা যাচ্ছে। ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যে তাঁর সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে আল নাসের। পিওলির হাত ধরেই দীর্ঘদিন পর সিরি আ চ্যাম্পিয়ন হয়েছিল এসি মিলান।