লিসবন: মাসতিনেক বাদে ৪০-এ পা দেবেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পায়ের জাদুতে মরচে ধরার কোনও লক্ষণ নেই। বরং শুক্রবার রাতে নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে সিআর সেভেনের বাইসাইকেল কিকের গোলের রেশ এখনও ফুটবল সমাজে ভালোরকম রয়েছে। তবে এরইমধ্যে অবসর জল্পনা বাড়ালেন পর্তুগিজ মহাতারকা।
পোল্যান্ড ম্যাচে জয়ের পর রোনাল্ডো জানিয়েছিলেন, পেশাদার ফুটবল কেরিয়ারে ১ হাজার গোলের বিরল মাইলস্টোন ছোঁয়ার মতো সময় তাঁর হাতে রয়েছে কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। সোমবার রাতে লুকা মডরিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের প্রস্তুতির ফাঁকে অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? সেটা এক বা দুই বছরের মধ্যে হতেই পারে। শীঘ্রই ৪০ বছর বয়স হতে চলেছে আমার। আপাতত ফুটবল উপভোগ করছি। যতদিন শরীর সায় দেবে খেলে যাব। যেদিন নিজেকে উদ্বুদ্ধ করতে পারব না, সরে যাব।’
বুটজোড়া তুলে রাখার পর কোচিংয়ে আসার কোনও ভাবনা নেই রোনাল্ডোর। বলেছেন, ‘কোচের সিটে বসার পরিকল্পনা নেই। কোনও দলকে কোচিং করানো আমার ভবিষ্যৎ ভাবনার অংশ নয়। ফুটবলের স্বার্থে অন্য কোনওভাবে কাজ করতে চাই। দেখা যাক কী হয়।’