দোহা: অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়সকে তোয়াক্কা না করে গোল করে চলেছেন তিনি। সোমবার রাতে পর্তুগিজ মহাতারকার জোড়া গোলের সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে আল ঘারাফার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসের।
প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে আল গানামের ক্রস থেকে প্রথম গোলের খাতা খোলেন রোনাল্ডো। ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৬৪ মিনিটে গ্যাব্রিয়েলের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। এই নিয়ে ফুটবল কেরিয়ারে ৯১৩টি গোল হয়ে গেল পর্তুগিজ মহাতারকার। ৭৫ মিনিটে আল ঘারাফার হয়ে একমাত্র গোলটি করেন হোসেলু।
এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘বি’-তে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল আল নাসের। পরের রাউন্ডে যেতে গেলে শেষ তিন ম্যাচ থেকে রোনাল্ডোদের আরও ২ পয়েন্ট পেতে হবে।