শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: প্রকাশ্যে বুকে পিস্তল ঠেকিয়ে একটি সিএসপির (Customer Service Point) কর্ণধারের কাছ থেকে পাঁচ লক্ষেরও বেশি টাকা ছিনতাই করা হল। দুষ্কৃতীরা এরপর শূন্যে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সোমবার দুপুরে ইসলামপুর (Islampur) থানার অলিপুর ও ওঝাপোখরের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা বলেন, ‘অলিপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।’
ইসলামপুর এবং গোয়ালপোখর থানার সীমান্তবর্তী নন্দঝাড় বাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির কর্ণধার কানাই বিশ্বাস এদিন কালানাগিনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৫ লক্ষ ৩৩ হাজার টাকা তোলেন। এরপর মোটর সাইকেলে চেপে তিনি সিএসপির দিকে যাচ্ছিলেন। সেই সময় অলিপুর ও ওঝাপোখরের মাঝামাঝি এলাকায় একটি ব্রিজের উপর নীল রংয়ের একটি বাইক নিয়ে তিন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায়। অভিযোগ, তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয়। বাইকের চাবি নিয়ে নেওয়ার পাশাপাশি কাঁধে থাকা টাকার ব্যাগটিও নিয়ে নেওয়া হয়।
এরপর তারা পালাতে থাকলে কানাই চিৎকার শুরু করেন। তা শুনে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে ওই দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলে তারা শুন্যে দুই রাউন্ড গুলি চালিয়ে ধনতলার দিকে পালিয়ে যায়। ওই দুষ্কৃতীরা শূন্যে গুলি চালানোর পর শব্দ শুনে এলাকায় আরও অনেকের জমায়েত হয়েছিল। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ার পর ইসলামপুর থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ক্যামেরা সহ ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করেন। পরে কানাই সন্ধ্যায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
সিএসপির ওই কর্ণধারের কথায়, ‘আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসার সুবাদে সিএসপিতে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। সেই খবর সকলেরই জানা। হয়তো দুষ্কৃতীরা সেই সুযোগকে কাজে লাগিয়েছে। এদিনের ঘটনায় আমি ভীষণভাবে আতঙ্কে রয়েছি। সবাইকেই সতর্ক থাকতে হবে।’ ব্যাংক থেকে টাকা তুলে ফেরার সময় পর্যাপ্ত সতর্কতার ব্যবস্থা করা উচিত বলে কানাইয়ের দাবি।