সামসী: বেহাল কালভার্ট মেরামতের অভাবে ধুঁকছে মালদার (Malda) চাঁচল-২ ব্লকের (Chanchal) মালতীপুর (Malatipur) গ্রাম পঞ্চায়েতের চাঁন্দুয়া এলাকা। যে কোনও সময় ভেঙে পড়তে মরা মহানন্দা নদীর ওপর অবস্থিত কালভার্টটি। তবুও সেদিকে কোনও নজর নেই স্থানীয় প্রশাসনের।
চাঁন্দুয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার জানান, ২০১৭ সালের বন্যার জেরে কালভার্টটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কালভার্টটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। দু’দিকের প্রাচীর অনেকটাই ভেঙে পড়েছে। সেই বেহাল কালভার্টের উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। যে কোনও সময় কালভার্টটি ভেঙে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য আমিনুল ইসলাম জানান, বিষয়টি তিনি মালতীপুর পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন।
এপ্রসঙ্গে মালতীপুর পঞ্চায়েত প্রধান ছোটেলাল নোনিয়ার জানান, বেহাল কালভার্টটি মেরামতের জন্য স্কিম তৈরি করে বিডিও মারফত জেলা প্রশাসনের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। অর্থ মিললেই খুব শীঘ্রই মেরামতের কাজ চালু করা হবে।