মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Nagpur Violence | ঔরঙ্গজেবের সমাধি ইস্যুতে সংঘর্ষে উত্তপ্ত নাগপুর, আহত ২০, আটক ৫০

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের নাগপুরে। ঔরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত ছত্রপতি সম্ভাজিনগরে। সেখান থেকে সমাধি সরিয়ে নিতে হবে, এমন দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং বজরং দল। সোমবার রাতে এই ইস্যুতে নাগপুরের (Nagpur) মহল এলাকায় শিবাজির মূর্তির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন দুই সংগঠনের কর্মীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে। আর তার জেরে শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, দোকান। হিংসা থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আহত হন ১৫ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ডিএসপিও। গুরুতর জখম হয়েছেন ৫ জন সাধারণ মানুষও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষের পর প্রশাসনের তরফে নাগপুরের স্পর্শকাতর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কোতোয়ালি, গণেশপেঠ, তহসিল, লাকাদগঞ্জ, পাঁচপাওলি, শান্তিনগর, সক্করদারা, নন্দনবন, যশোধরানগর এবং কপিলনগর থানা এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে। এবিষয়ে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিংহল নির্দেশিকা জারি করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নাগপুর শহর বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। কেউ যেন গুজবে কান না দেয় এবং আইন নিজের হাতে না তুলে নেয়।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সবাইকে শান্তি বজায় রাখা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

J&K Terrorist Attack | জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার...

Kami Rita Sherpa | এভারেস্ট জয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কামি রিতা!

নয়াদিল্লি: বারবার ৩১ বার। নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড...

Gujarat | প্রশিক্ষণের সময় বিপত্তি! গুজরাটে বিমান ভেঙে পড়ে মৃত্যু পাইলটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণের সময় বিমান ভেঙে পড়ে...

Zeeshan Siddique | ‘বাবার মতোই পরিণতি হবে’, প্রাণনাশের হুমকি পেলেন বাবা সিদ্দিকির ছেলে জিশান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছর অক্টোবরেই খুন হয়েছিলেন...