খড়িবাড়ি: টোটোতে চেপে খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যপাল প্রথমে যান রানিডাঙ্গা এসএসবি ক্যাম্পে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সড়কপথে সোজা চলে যান ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে। সেখানে এসএসবি আধিকারিকদের সঙ্গে নিয়ে টোটোতে চেপে পরিদর্শন করেন সীমান্ত এলাকা। গোটা এলাকা ঘুরে দেখলেন আনন্দ বোস।
সীমান্ত পরিদর্শন শেষে রাজ্যপাল এসএসবির গৌড়সিং জোত বিওপিতে আয়োজিত ‘আমার গ্রাম’ কর্মসূচিতে যোগ দেন। এই কর্মসূচির আয়োজন করেছিল সশস্ত্র সীমা বলের(এসএসবি) ৪১ নম্বর ব্যাটালিয়ন। সেই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপাল প্রথমে এসএসবি জওয়ানদের সঙ্গে মিলিত হন। পরে সীমান্ত এলাকার সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এদিন তিনি সীমান্ত এলাকার সার্বিক সমস্যা, পরিকাঠামো উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য, স্বনির্ভরতা, জীবিকা উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে। অনুষ্ঠান শেষে সিভি আনন্দ বোস সাংবাদিকদের ‘আমার গ্রাম’ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন। ভুয়ো ভোটার প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন এব্যাপারে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে।