উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাহি দরবারে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের বাসভবনে পৌঁছন রাজ্যপাল। আরজি কর ইস্যুতে তাঁরা বৈঠক করবেন বলে সূত্রের খবর। কেননা, বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ রাজভবনে গিয়েছিলেন। সেখানে প্রায় দু’ঘণ্টা কথা বলেন রাজ্যপালের সঙ্গে। এরপরই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন সি ভি আনন্দ বোস। আপাতত সকলের নজর এই বৈঠকের দিকে।
বুধবার তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে অমিত শাকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের বিরোধিতা করে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এরপর সেই চিঠি দেন রাজ্যপালকেও সঙ্গে দিলীপকে নিয়ে সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন সুকান্ত। এরপর তড়িঘড়ি দিল্লি থেকে ডেকে পাঠানো হয় রাজ্যপালকে। বৃহস্পতিবার বিকেলের বিমানে দিল্লি যান রাজ্যপাল। ছিলেন বঙ্গভবনে। শুক্রবার সকালে সেখান থেকে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে।
উল্লেখ্য, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বেশ কিছু মন্তব্য এবং আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কী, তা নিয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।