শিলিগুড়ি: চার বছরের ব্যবধানে ফের কি প্রবল ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলা? বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে থাকায়, এই আশঙ্কা করছেন আবহবিদরা। তার মধ্যে মে মাস হওয়ায় আশঙ্কাটা একটু বেশি। কারণ, ২০২০ সালের ২০ মে আছড়ে পড়েছিল আমফান।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ মে ঘূর্ণিঝড় সম্পর্কিত বিষয়গুলি কিছুটা স্পষ্ট হবে। বঙ্গোপসাগরে যদি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, তবে ঘূর্ণিঝড়টি ২১ মে আছড়ে পড়তে পারে। তবে তা কোন অঞ্চল দিয়ে বইবে, এখনও স্পষ্ট নয়। এজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
এদিকে, বৃষ্টির হাত ধরে আকাশ থেকে মেঘ উধাও হতেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ফের গরম এবং অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আগামী শনিবার পর্যন্ত গরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। তবে বজ্রগর্ভ মেঘের জন্য কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হবে। তবে তার জন্য তাপমাত্রার তেমন হেরফের হবে না।