উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ল্যান্ডফল হতে আর কিছু সময় বাকি। তার আগে প্রভাব শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana Update)। বৃহস্পতিবার রাতেই ওডিশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। তার আগে এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত (Rain) শুরু হয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়।
ধামরা বন্দর থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্কতামূলক প্রচার করছে প্রশাসন। স্থানীয়দের এলাকা থেকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন মাছ ধরার নৌকো। সৈকতের সামনে থেকে সব দোকান সরিয়ে দেওয়া হয়েছে। তৎপর রয়েছে প্রশাসন।
মধ্য ওডিশার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পারাদ্বীপে (৬২ মিলিমিটার)। কেন্দ্রাপাড়ার রাজনগরে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভদ্রক, বালাসোর, জয়পুর, কটক, খুরদা ও পুরীতে বৃষ্টি শুরু হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভদ্রক, ভিতরকণিকা ও পুরীতে গাছ উপড়ে বেশকিছু রাস্তা বন্ধ হয়ে পড়েছে। ১৪টি জেলা থেকে অন্তত ১০ লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সে রাজ্যের প্রশাসনের। রাজ্যের একাধিক স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুরী (Puri) ওডিশার অন্যতম পর্যটনস্থল। ঘূর্ণিঝড়ের ধাক্কা থেকে বাঁচতে ২৩ অক্টোবরের আগেই পুরী থেকে সরে যেতে বলা হয়েছিল পর্যটকদের। ২৪ ও ২৫ অক্টোবর পুরীতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন রাত থেকে ল্যান্ডফল শুরু হয়ে ২৫ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া। বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছোতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।