কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’। শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সতর্ক নজরদারি চলছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যে মোকার গতিপথ কোনদিকে যাচ্ছে, তা আন্দাজ করা যাবে?। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মোকার প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। শোনা যাচ্ছে, আগামী ৯ মের আগে রাজ্যে ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব থাকবে না। বরং তাপমাত্রা এবং আর্দ্রতাজনিক অস্বস্তি বাড়বে। এদিন দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
‘মোকা’র জেরে হাওয়া বদলের ইঙ্গিত! কী বলছে আবহাওয়া দপ্তর
ছবি: সংগৃহীত
শেষ আপডেট:

