Must-Read News

Cyclone remal | রেমালের কোপ ট্রেনে, ভোগান্তি যাত্রীদের

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: বর্ষার অপেক্ষায় চাতক পাখির মতো দশা উত্তরবঙ্গের (North Bengal)। রেমালের (Cyclone remal) প্রভাবে কিছু জায়গায় রবিবার রাতে বৃষ্টিপাত হয়েছে বটে, তবে তা তৃষ্ণা মেটাতে পারেনি। এদিকে, দুর্যোগের আশঙ্কায় রবিবারই ২৭ ও ২৮ তারিখের ৪৪টি ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। সোমবার শিলিগুড়ি জংশন এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের মুখে মুখে ঘুরল একটাই প্রশ্ন, ‘কোথায় ভারী বৃষ্টি? এতগুলো ট্রেন বাতিলের করা হল কী কারণে?’ যদিও রেলকর্তারা বলছেন, ‘রেমালের যে সতর্কবার্তা ছিল, সেই কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ট্রেন।’

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বঙ্গাইগাঁওগামী ইন্টারসিটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় প্রথমদিনেই সমস্যায় পড়লেন বহু যাত্রী। রেলের তরফে আগাম নোটিশ দেওয়া হলেও শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাট, শিলিগুড়ি জংশন থেকে বামনহাট, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যাতায়াতকারী ট্রেনগুলো যে বাতিল করা হয়েছে, তা জানতেন না অনেকে। এদিকে, বহু মানুষ ওই সমস্ত ট্রেনে রোজ যাতায়াত করেন। কেউ চাকরিসূত্রে, আবার কেউ হকারি করেন। ট্রেন বাতিল শুনে প্রত্যেকে হতাশ।

শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাট পর্যন্ত যাতায়াতকারী ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে বালুরঘাটে গিয়ে কাজ সেরে আবার পরদিন ওই ট্রেনে শিলিগুড়ি ফেরেন সুকুমার সরকার। চম্পাসারির বাসিন্দার কথায়, ‘টিভিতে দেখলাম ট্রেন বাতিল হয়েছে কলকাতায়। কিন্তু খুব অবাক হলাম, উত্তরবঙ্গে তো ট্রেন বাতিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে কেন করা হল?’

একই প্রশ্ন নিউ জলপাইগুড়ি থেকে বঙ্গাইগাঁওয়ের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়ে স্টেশনে আসা ষাটোর্ধ্ব বীণাপাণি কর্মকারের। বীণাপাণি বলছিলেন, ‘বঙ্গাইগাঁওতে আত্মীয়র বাড়ি যাব। ছেলে আমাকে আর ওর বাবাকে স্টেশনে পৌঁছে দিতে এসেছিল। এখানে এসে শুনি ঝড়ের কারণে ট্রেনটাই নাকি বাতিল হয়েছে। এখন ফিরে যেতে হবে।’

এদিন দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশন ও শিলিগুড়ি জংশনে গিয়ে দেখা গেল, তিলধারণের জায়গা নেই। বহু লোক এসে ট্রেন বাতিলের কথা শুনে হতাশ হয়ে বাড়ি ফিরলেন। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে চেপে হকারি করেন সুবোধ বাসুনিয়া। বললেন, ‘শিলিগুড়ি জংশন থেকে যেসব ডিইএমইউ ও ইন্টারসিটি এক্সপ্রেস ছাড়ে, তার প্রায় সবক’টাই এদিন বাতিল হয়েছে। শুনছি অনেক ট্রেন মঙ্গলবারও বাতিল থাকবে। সংসারের খরচ নিয়ে চিন্তায় পড়েছি।’

এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি, বামনহাট-শিলিগুড়ি জংশনগামী কয়েকটি ট্রেন চলবে। মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ২৯ তারিখ যে সব ট্রেন বাতিল করা হয়েছিল, সেগুলো ওইদিন আগের মতো চলাচল করবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

CV Ananda Bose | কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহন নিয়ে বিতর্ক তুঙ্গে নবান্ন-রাজভবনের। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে…

6 hours ago

Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন তো অভিষেক? সুব্রত বক্সীর চিঠি ঘিরে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন? শুক্রবার শুক্রবার…

6 hours ago

Harischandrapur | কামড়েছে পথকুকুর, ক্ষতিপূরণের দাবিতে পশুপ্রেমীর বাড়িতে হামলা প্রতিবেশীদের একাংশের

হরিশ্চন্দ্রপুরঃ স্কুলের চাকরি থেকে সম্প্রতি অবসর নিয়েছেন হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা এলাকার বাসিন্দা সতীশ চন্দ্র দাস। এলাকায়…

7 hours ago

কাউন্টডাউন শুরু বিশ্বকাপ ফাইনালের, ভারতের জয় প্রার্থনা করে মদনমোহন বাড়িতে পুজো ক্রিকেটভক্তদের

কোচবিহারঃ রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর এই ফাইনালকে…

8 hours ago

Hemtabad | দিল্লিতে কাজে গিয়ে রহস্যমৃত্যু হেমতাবাদের যুবকের, রাস্তা থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ

হেমতাবাদ: দিল্লিতে কল সেন্টারে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল হেমতাবাদের(Hemtabad) বাড়ইবাড়ির বাসিন্দা এক যুবকের।…

8 hours ago

Cow smuggling | বাংলাদেশে পাচারের পরিকল্পনা! পুলিশের অভিযানে উদ্ধার ৪১টি গোরু, গ্রেপ্তার ১২ পাচারকারী

কিশনগঞ্জঃ বাংলাদেশে পাচারের আগেই বিহারের কিশনগঞ্জ সংলগ্ন এলাকায় উদ্ধার প্রচুর সংখ্যক গোরু। শুক্রবার কিশনগঞ্জের পুঠিয়া…

9 hours ago

This website uses cookies.