Breaking News

Cyclone remal update | রেমালের তাণ্ডবে কলকাতায় মৃত্যু ব্যক্তির, পরিস্থিতি মোকাবিলায় বৈঠক মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone remal update)। যার তীব্র প্রভাব পড়েছে কলকাতায় (Kolkata)। রাতভর ঝড়বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত তিলোত্তমা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কলকাতায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ১০ নম্বর বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাড়ির একাংশ ভেঙ্গে তাঁর মৃত্যু হয়েছে।

প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে। ভেঙে পড়েছে গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্থগিত করা হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। হাজার হাজার মানুষকে রাতারাতি বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়স্থলে পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতির খবর নিতে রাতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ১৪টি টিমকে পশ্চিমবঙ্গের রেমাল প্রভাবিত এলাকায় মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি কাজ করছে তারা। অধিকাংশ এনডিআরএফ (NDRF) কর্মীকে পাঠানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী এলাকাতেও মোতায়েন রয়েছে বাহিনী। গতকাল থেকেই বাতিল করা হয়েছে প্রায় ৪০০-র কাছাকাছি বিমান। সাময়িকভাবে উড়ান পরিষেবা স্থগিত কলকাতা বিমানবন্দরে। পূর্ব রেলের পক্ষ থেকেও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

রাতেই নিজের বাসভবনে ঘূর্ণিঝড় নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী ব্যবস্থা করা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কতটা প্রস্তুতি রয়েছে, সবটাই জানতে চান মোদি। ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির তরফে সম্পূর্ণ রিপোর্ট দেওয়া হয় তাঁকে।

পশ্চিমবঙ্গের রাজভবনের সঙ্গে আধিকারিকদের প্রতি মুহূর্তে যোগাযোগ রাখার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিব সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি, আইএমডি-র সদস্য সচিব, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধিও প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সকলকে ঘূর্ণিঝড়ের গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। সাইক্লোনের ল্যান্ডফল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক যাবতীয় মনিটরিং করে বিস্তারিত রিভিউ করবে। যে কোনও প্রয়োজনে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের ১৪টি ছাড়া ওডিশাতেও একটি কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম পাঠানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশ আরও একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন পড়লেই স্ট্যান্ডবাই এই টিমকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রস্তুত রয়েছে ভারতীয় নৌসেনাও। প্রস্তুত রাখা হয়েছে সি কিং এবং চেতক হেলিকপ্টার। তৈরি রয়েছে ডরনিয়ার এয়ারক্র্যাফ্টও। কলকাতায় পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের। বিশাখাপত্তনমেও একটি টিম স্ট্যান্ডবাই রয়েছে। পাশাপাশি নৌসেনা প্রস্তুত রেখেছে একটি ফ্লাড রিলিফ টিমও। গতকাল সন্ধ্যায় বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মৌসম ভবনের তরফেও বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Vivaan Ghosh | শ্যুটিং সেরে ফেরার পথে বড় দুর্ঘটনা, জখম অভিনেতা ভিভান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধারাবাহিকের শ্যুটিং সেরে ফেরার পথে বড় দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড অভিনেতা…

4 mins ago

Mamata Banerjee | ‘না হলে ভোটে জেতা যাবে না’, মন্ত্রীদের ভাল ফলের উপায় বাতলে দিলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশাসনিক আধিকারিক, পুর প্রশাসক, এবার রাজ্যের মন্ত্রী। লোকসভার ফল বেরোতেই মুখ্যমন্ত্রী…

22 mins ago

Coochbehar | তৃণমূলে যোগ দিয়েছেন পদ্মের ১২৮ পঞ্চায়েত সদস্য

কোচবিহার: লোকসভা ভোটের ফলাফল ঘোষণার হওয়ার পর থেকে কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত।…

32 mins ago

Calcutta high court | আর মেয়াদ বৃদ্ধি নয় কেন্দ্রীয়বাহিনীর, রাজ্যকেই মোকাবিলার নির্দেশ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) রুখতে কেন্দ্রীয়বাহিনী রাখার মেয়াদ…

37 mins ago

Coochbehar | জলাজমি ভরাটের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কোচবিহার: জলাজমি অবৈধভাবে ভরাট করার অভিযোগ প্রায় সব জেলা থেকেই পাওয়া যায়। এবার এই কারবারের…

39 mins ago

ত্বকের জেল্লা ফেরাতে নিয়মিত খান চালকুমড়োর রস, জানুন এর উপকারিতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চালকুমড়োর রস নিয়মিত খেলে ত্বক খুব ভাল থাকে। চালকুমড়োর রসে জলীয়…

51 mins ago

This website uses cookies.