উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Cylinder Price Slashed)। মঙ্গলবার সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা করে কমেছে।
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় (Kolkata) ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৮২৬ টাকা থেকে কমে হয়েছে ১৭৬৯ টাকা। দিল্লিতে (Delhi) আগে যেখানে দাম ছিল ১৭২৩.৫০ টাকা, সেটা কমে বর্তমানে হয়েছে ১৬৬৫ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৭৪.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৬১৬ টাকা। চেন্নাইয়ে (Chennai) এই দাম ১৮২৩.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৮৮১ টাকা। বেঙ্গালুরুতে (Bengaluru) ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৭৯৬ টাকা।
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders. The rate of 19 kg commercial LPG gas cylinders has been reduced by Rs 58.50, effective from today. In Delhi, the retail sale price of a 19 kg commercial LPG cylinder is Rs 1665 from July 1. There is…
— ANI (@ANI) June 30, 2025
এই নিয়ে চলতি বছর মোট তিনবার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল ৪১ টাকা। জুনে কমানো হয় ২৪ টাকা। হোটেল-রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে বাণিজ্যিক গ্যাসের দাম ফের কমায় ব্যবসায়ীদের চাপ কমবে তা বলাই যায়। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।