D.EL.Ed | টুকলি রুখতে ডিএলএডের মহিলা পরীক্ষার্থীদের বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ, তদন্তে প্রাথমিক শিক্ষা সংসদ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: টুকলি রুখতে ডিএলএডের (D.EL.Ed) মহিলা পরীক্ষার্থীদের বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে (Purba Burdwan)। এনিয়ে শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) দপ্তরে লিখিত অভিযোগ জানালেন বেশ কয়েকজন মহিলা পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, চেকিংয়ের নামে তাঁদের কার্যত নগ্ন করিয়ে শ্লীলতাহানি করা হয়েছে। তাই তাঁরা গোটা ঘটনা সবিস্তার উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে অভযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। দ্রুত তদন্ত শেষ করে জেলা পার্থমিক শিক্ষা সংসদকে রিপোর্ট দিতে বলেছে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ।

ডিএলএড পার্ট টু’ পরীক্ষা শুরু হয়েছে ১৭ জানুয়ারি থেকে। বর্ধমানে তালিতের গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়েও (Talit Goureswar High School) সেই পরীক্ষা হয়। গতকাল ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষার্থীদের অভিযোগ, টুকলি রুখতে চেকিংয়ের নামে গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে মহিলা পরীক্ষার্থীরের কার্যত দ্রৌপদির ন্যায় বস্ত্র হরণের মুখে পড়তে হয়। এনিয়ে ক্ষুব্ধ এক পরীক্ষার্থী জানান, সব পরীক্ষার্থীদের চেকিং করা হয়। তার মধ্যে আপত্তিকরভাবে মহিলা পরীক্ষার্থীদের পোশাক খুলিয়ে চেকিং করা হয়েছে। চেকিংয়ের নামে মহিলা পরীক্ষার্থীদেরর সঙ্গে যা ব্যবহার করা হয়েছে সেটা কোন সভ্য সমাজে হওয়ার কথা নয়। ওই পরীক্ষার্থীর অভিযোগ,

অন্তর্বাস সহ সমস্ত পোশাক খুলিয়ে মহিলা পরীক্ষার্থীদের চেকিং করা হয়েছে। অপর এক পরীক্ষার্থীর অভিযোগ, এমন অল্লীল চেকিংয়ের মুখোমুখি হওয়ায় তাঁদের পরীক্ষা দিতে বসতেও দেরি হয়েছে। এমন চেকিংয়ের নির্দেশ যিনি দিয়েছেন, তাঁর শাস্তিরও দাবি করেছেন ওই মহিলা পরীক্ষার্থী। এই দুই পরীক্ষার্থী ছাড়াও অপর এক পরীক্ষার্থীও পরীক্ষাকেন্দ্রে হওয়া চেকিং নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার যেটা সবথেকে আশ্চর্যের ছিল, তা হল চেকিংয়ের নামে হওয়া অসভ্যতার দায়িত্বে ছিলেন এক মহিলা কর্মী। অথচ ছেলেদের বেলায় এসব চেকিং হয়নি।’ বিশেষভাবে সক্ষম এক মহিলা পরীক্ষার্থী বলেন, ‘আমাকেও এভাবে চেকিংয়ের সম্মুখীন হতে হয়েছে। ছাড় দেওয়া হয়নি।’ যদিও শুক্রবার ঘটনার পুনরাবৃত্তি হয়নি।

পরীক্ষাকেন্দ্র তালিত গৌড়েশ্বর হাই স্কুলের প্রধানশিক্ষক নিখিল কুমার খাঁ যদিও বলেন, ‘চেকিংয়ের নামে এমনটা যে হয়েছে তা জানা নেই। আর যদি হয়েও থাকে সেটা জ্ঞাতসারে হয়নি। যাঁরা ডিএলএড পরীক্ষা নিয়েছেন তাঁরাই পরীক্ষাকেন্দ্রে আলাদা টিম পাঠিয়েছিলেন। তাঁরাই চেকিং করেছেন। এই বিষয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’ এবিষয়ে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মধুসূদন ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে কেউ ছাড় পাবে না।

পরীক্ষাকেন্দ্রে তল্লাশির দায়িত্বে থাকা সংস্থার প্রতিনিধি তরুণ চক্রবর্তীর সাফাই, যেভাবে চেকিং করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবেই করা হয়েছে। পরীক্ষাদের আনা অভিযোগ উড়িয়ে তরুণবাবু দাবি করেন, পরীক্ষার্থীদের কাছ থেকে গোছা গোছা টুকলি উদ্ধার হয়েছে। পরীক্ষার হলে টুকলি নিয়ে ঢুকতে না পারার জন্যই ওইসব পরীক্ষার্থীরা এমন মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Fire Arms | দুই তৃণমূলকর্মীর হেপাজত থেকে উদ্ধার ২টি নাইন এমএম পিস্তল, ধৃতদের হেপাজতে নিল পুলিশ

হেমতাবাদঃ আগ্নেয়াস্ত্র সহ দুই তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে…

2 mins ago

Uttar pradesh | শিক্ষকের চড়ে শ্রবণশক্তি হারাল ছাত্র! দায়ের মামলা

বালিয়া (উত্তরপ্রদেশ): শিক্ষকের চড়ে আংশিক শ্রবণশক্তি হারাল ছাত্র। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের উভাওন থানার পিপরাউলি…

13 mins ago

ISRO Chairman | ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে’, মত ইসরো চেয়ারম্যানের

শিলিগুড়ি: ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’ দিল্লি পাবলিক স্কুল ফুলবাড়িতে…

18 mins ago

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, নিহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের। শনিবার…

43 mins ago

Cooch Behar | সংস্কারের অভাবে ধুঁকছে কোচবিহারের জাদুঘর, উদাসীন প্রশাসন

গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির…

45 mins ago

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার ট্যাবলেট

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার…

48 mins ago

This website uses cookies.