বালুরঘাট: পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সুরক্ষায় পদক্ষেপ। বনাঞ্চলের সামনে বিজ্ঞপ্তি দিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বন দপ্তর। জানা গিয়েছে, বালুরঘাট ফরেস্ট (Balurghat Forest) সহ বিভিন্ন বনাঞ্চলের সামনে নিষেধাজ্ঞার পোস্টার টাঙানো হয়েছে রায়গঞ্জ বন বিভাগের তরফে। ফলে বন ভোজনের মরশুমে ধাক্কা পিকনিকপ্রেমীদের। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাট ফরেস্ট, দোগাছি, পাহাড়পুর, গুরাইল সহ একাধিক বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জঙ্গল অঞ্চলের পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণীদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিকনিকের ভিড়, উচ্চ শব্দ বা আগুনের কারণে জঙ্গলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, যা পশুপাখির জন্য ক্ষতিকর। এমনকি পিকনিকের পর বিভিন্ন অপচনশীল সামগ্রী বনাঞ্চলে ফেলে চলে যান আমোদপ্রেমীরা। যার ফলে বনাঞ্চলের পরিবেশ নষ্ট হয়। এই কারণেই প্রতিটি বনাঞ্চলের সামনে নিষেধাজ্ঞা ব্যানার লাগিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সেইসব সংরক্ষিত বনাঞ্চলে নিয়ম ভেঙে পিকনিক করা বন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে জানানো হয়েছে। পাশাপাশি, মাইকিং করে বনাঞ্চলে পিকনিক না করার জন্য আবেদন জানাচ্ছে দপ্তর। নিষেধ অমান্য করার ঘটনা নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বালুরঘাট বন দপ্তরের ভারপ্রাপ্ত রেঞ্জার জয়প্রকাশ রায় জানান, বনাঞ্চলে মাইক বাজানো, মদ্যপান বা পিকনিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফরেস্ট ডিভিশনের আওতায় যেগুলো বনাঞ্চল আছে, সবগুলোতেই এই নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে চিঠি করা হয়েছে। তাদের সাহায্যে বনাঞ্চলে নজরদারি চালানো হবে।