বালুরঘাট: আশ্চর্যজনক! বিত্তশালীদের নাম আবাস যোজনার তালিকায়! দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur News) প্রায় দশ হাজার আবেদন বাতিল করল জেলা প্রশাসন। এই তালিকায় যেমন সরকারি চাকুরিজীবীদের নাম ছিল, তেমনই দোতলা পাকাবাড়ি থাকা সত্ত্বেও ঘরের আবেদন করেছিলেন অনেকেই।
জেলা প্রশাসন সূত্রে খবর, সরেজমিনে সমীক্ষার পর এসব নাম বাতিল হয়েছে। শুধু তাই নয়, অনেকেই স্বেচ্ছায় আবেদন করে নিজেদের নাম কাটিয়েছেন। এদিকে সমীক্ষার পর যোগ্য তালিকায় প্রায় ৭২ হাজার উপভোক্তার নাম ইতিমধ্যেই প্রকাশ করতে চলেছে জেলা প্রশাসন। তবে বঞ্চিতদের জন্যেও রিভিউ জানানোর সময় ধার্য করা হয়েছে। আবাস যোজনার প্রাপকদের বাড়ির টাকা যে রাজ্যই দেবে, তা আগেই জানিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যে আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে নবান্ন।
কিন্তু রাজ্যের প্রচুর মানুষ এই বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে ইতিমধ্যেই প্রায় চার লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। দক্ষিণ দিনাজপুরেও সমীক্ষার কাজ শেষ হয়েছে। ওই তালিকায় ৮৩ হাজার ২৭৬ জন উপভোক্তার নাম আবেদনে ছিল। তাঁদের মধ্যে ৭১ হাজার ৯৭২ জন উপভোক্তা যোগ্য বলেই উঠে এসেছেন। বাকি ৯ হাজার ৪৬৯ জনের নাম বাতিল করা হয়েছে। যদিও এই বাতিল নিয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকে, তাহলে ৩ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনকে জানাতে পারবেন উপভোক্তারা।
এবার কয়েক দফায় ওই সমীক্ষা হয়। প্রথমে পঞ্চায়েত ও ব্লকস্তরে, এরপর পুলিশ এবং সবশেষে জেলা শাসক, এসপি, এসডিও-বিডিওরা সুপার চেকিং করেন। এই ২০১৭ সালে এই আবাস যোজনার আবেদন করেছিলেন উপভোক্তা, বর্তমানে এদের অনেকেই চাকরি পেয়ে গিয়েছেন বা পাকাবাড়ি করে ফেলেছেন। এইসব কারণে প্রচুর আবেদনকারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, ‘আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। ওই তালিকা রাজ্যে পাঠানো হবে। সমীক্ষার পর বেশ কিছু আবেদন বাতিল হয়েছে।’