বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস সহ অন্যরা। গতবারের তুলনায় এবার জেলায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। এখনও পর্যন্ত জেলায় ৫৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে খবর। গতবার জেলায় এই সময় ডেঙ্গি আক্রান্ত হয়েছিল ১,০২৬ জন। ডেঙ্গিতে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।
শুক্রবার বালুরঘাট (Balurghat) জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভাকক্ষে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক। জানা গিয়েছে, গতবার ২৫ হাজার ডেঙ্গি পরীক্ষা করা হয়েছিল। এবার এখনও পর্যন্ত প্রায় ২৭ হাজার ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন। সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বালুরঘাট ব্লকে। যার মধ্যে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত ও চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেইসব এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।
প্রসঙ্গত, পুজোর সময় থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় ডেঙ্গির প্রকোপ বেড়েছে। পুজোর সপ্তাহে প্রায় ৬০ জনের বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে জেলায়। ডেঙ্গি মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখনও পর্যন্ত উদ্বেগজনক কোনও পরিস্থিতি তৈরি হয়নি।