পতিরাম: গুজরাটের মুন্দ্রায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার খোড়না এলাকার তিন পরিযায়ী শ্রমিক। মৃতরা হলেন, মানিক কর্মকার, টমেটো মুর্মু ও এটু মণ্ডল। গুরুতর আহত অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat District Hospital) চিকিৎসাধীন জয়ন্ত কর্মকার, সুজিত রায় ও হরি রায় নামে আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার এলাকায় গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ছিলেন বিধায়ক বুধরাই টুডুও।
প্রায় দু’মাস আগে কাজের সন্ধানে খোড়না এলাকার ছয় পরিযায়ী শ্রমিক গুজরাটের (Gujarat) মুন্দ্রায় গিয়েছিলেন। কদিন আগে তাঁদের ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন ছয়জনই। এরপর ছয়দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়। অভিযোগ, আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা না করিয়ে এক ঠিকাদার তাঁদের ট্রেনে তুলে পাঠিয়ে দেন বালুরঘাটে। সোমবার রাতে তাঁরা বালুরঘাট হাসপাতালে ভর্তি হন। এদিন সুকান্ত সাংসদ তহবিল থেকে মৃত ও আহত শ্রমিকদের ছয়টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন। মন্ত্রী জানান, ‘গুজরাটের বিজেপি নেতৃত্বকে জানিয়েছি, যাতে সংশ্লিষ্ট কোম্পানি এই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেয়। আহতদের ভালো চিকিৎসার বিষয়ে প্রয়োজনে আমি সিএমওএইচ-এর সঙ্গেও কথা বলব।’ এদিন সুকান্ত ও বুধরাই টুডু ছাড়াও এলাকায় গিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তী সহ আরও অনেকে।

