রাজ্য

Dalkhola | থানার ঢিলছোঁড়া দূরত্বে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা, সোনা-রূপার গয়না

ডালখোলাঃ তিন মাসের মাথায় ফের দুঃসাহসিক চুরি ডালখোলা হাইস্কুল পাড়ায়। থানা থেকে দু’শ মিটারের মধ্যে পরপর হওয়া চুরির ঘটনায় রীতিমতো আতংকিত এলাকাবাসী। দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। শুক্রবার চুরির ঘটনা ঘটেছে ডালখোলা পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার বাসিন্দা মার্চেন্ট নেভির কর্মী মহম্মদ মাসুম রেজার বাড়িতে। বাড়িতে থাকা দুই ভাড়াটের ঘরেও চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মহম্মদ মাসুম রেজা তার স্ত্রী এবং দুই সন্তানকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বাড়িতে থাকা দুই ভাড়াটেও গত কয়েক দিন থেকে বাইরে রয়েছেন। বাড়ির অদুরেই মাসুমের শ্বশুর বাড়ি। শুক্রবার সকালে তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়িতে যায়। এরপর সন্ধ্যায় মাসুম আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসে দেখতে পায় ঘরের তালা ভাঙা। পাশাপাশি বাড়িতে থাকা দুই ভাড়াটের ঘরের দরজার তালা ভাঙা। চুরির খবর চাউর হতেই প্রতিবেশীরা ভীড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ।

মাসুম রেজার দাবি, বাড়িতে থাকা আলমারির তালা ভেঙে নগদ দেড় লক্ষ টাকা সহ ৩ ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে চোর। অপর দিকে ভাড়াটে মহম্মদ কাইসার আলমের ঘর থেকে প্রায় দেড় ভরি সোনার গয়না, ৪০ ভরি রুপোর গহনা এবং নগদ ৩০ হাজার টাকা খোয়া গেছে। কাইসার জানান, ‘বাড়ির পাশে একটি মাঠ আছে, সেখানে প্রায় রাতে বহিরাগত কিছু যুবক নেশার আসর বসায়। পাড়াতেই থানা রয়েছে কিন্তু এই সব সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহন করছে না পুলিশ। আমাদের ধারনা ওই নেশাগ্রস্ত যুবকদের মধ্যেই কেউ এই কাজ করে থাকতে পারে।’ যদিও খবর লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে সুত্রের খবর।

উল্লেখ্য গত মার্চ মাসে ওই একই পাড়াতে পাশাপাশি দুটি বাড়িতে একই কায়দায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। চুরি হয় একটি চায়ের দোকানেও। এদিনের চুরির ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ছয় নম্বর ওয়ার্ডের শ্রীপল্লিতে একটি আম বাগান রয়েছে। প্রায় দিন বহিরাগতরা এসে সেই বাগানে বিভিন্ন রকমের নেসার আসর বসাচ্ছে পাশাপাশি খেলা হচ্ছে জুয়া। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি বলে দাবী এলাকাবাসির। এব্যাপারে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, থানায় লিখিত অভিযোগ করলে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

বিশেষ প্রতিবেদক, মুম্বই: সলমন খানকে হত্যার ছক কষা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পাঁচজন সদস্য…

4 mins ago

Hathras Stampede | যৌন নির্যাতনেও অভিযুক্ত হাথরসের ভোলেবাবা, আর কী অভিযোগ রয়েছে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘ফেরার’ ভোলে বাবা। তাঁকে হন্যে হয়ে খুঁজছে উত্তরপ্রদেশের পুলিশ। হাথরসে পদপিষ্ট…

14 mins ago

Hathras Stampede Incident | হাথরসের আশ্রমের পরতে পরতে রহস্য! ভোলেবাবার ঘরে ঢুকতে পারতেন শুধু সুন্দরীরাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাথরসকাণ্ডে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ‘স্বঘোষিত’ ধর্মগুরু ভোলেবাবাকে। গতকালই তাঁর সৎসঙ্গে যোগ…

18 mins ago

Hemant Soren | বড় চমক! মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত? তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। গত ২৮…

34 mins ago

Arbaaz Khan | ফের বাবা হচ্ছেন আরবাজ খান? হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়লেন দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। সম্প্রতি মুম্বইয়ের এক…

45 mins ago

Footpath Encroachment | কেউ সরালেন দোকান, কেউ চাইলেন সময়, মেখলিগঞ্জে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান প্রশাসনের

মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল প্রশাসন। বুধবার সকাল…

50 mins ago

This website uses cookies.