রাজ্য

Darjeeling | ভোটের ফলের দিন বন্ধ পর্যটনকেন্দ্র! প্রশাসনিক নির্দেশে ক্ষোভ দার্জিলিংয়ে

শিলিগুড়ি: দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে বাতাসিয়া লুপের গোর্খা ওয়ার মেমোরিয়ালের দূরত্ব ৬.২ কিলোমিটার। আবার গভর্নমেন্ট কলেজ থেকে টাইগারহিলের দূরত্ব ২৩.৪ কিলোমিটার। দার্জিলিংয়ের (Darjeeling) ব্যস্ততা দেখা যায় শুধুমাত্র ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত। কিন্তু এরপরও ৪ জুন অর্থাৎ ভোট গণনার দিন আরও কয়েকটি পর্যটন কেন্দ্রের সঙ্গে এই দুটি জায়গাও বন্ধ থাকছে। দার্জিলিংয়ের রিটার্নিং অফিসার ও জেলা শাসক ড. প্রীতি গোয়েল বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাফিক সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশাসনিক এই সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। ভরা মরশুম হওয়ায় ক্ষোভে ফুঁসছেন পর্যটন ব্যবসায়ীদের একাংশ।

পর্যটকদের এখন ডেস্টিনেশন পাহাড়। গ্রীষ্মের দাপট থেকে একটু স্বস্তি পেতে রাজ্যের পর্যটকরা তো বটেই, ভিন রাজ্য থেকেও ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন সিকিম অথবা দার্জিলিংয়ে। যে কারণে প্রত্যেকদিন গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে পাহাড়ের রাস্তায়। কিন্তু ভোটের ফল গণনার দিন দার্জিলিংয়ের রাস্তা কার্যত শুনসান দেখা যেতে পারে। কেননা, ৪ জুন ট্রাফিক সমস্যা যাতে না হয়, তার জন্য বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর মধ্যে রয়েছে, বাতাসিয়া লুপ, টাইগার লুপ, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক এবং দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে। প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন পর্যটন সংগঠনকে বিষয়টি প্রচার চালানোর কথাও বলা হয়েছে।

কিন্তু পর্যটন মরশুমে এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট পর্যটন ব্যবসায়ীদের অনেকে। যেহেতু টুরিস্ট বুকিং অনেক আগে থেকে হয়ে থাকে, তার জন্য প্রশাসনিক এই সিদ্ধান্তে তাঁদের সমস্যায় পড়তে হবে বলে অনেকের বক্তব্য। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘নির্বাচন এবং তার ফল ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু টাইগারহিলের মতো জায়গুলি খোলা রাখা যেত। প্রশাসনিক এই সিদ্ধান্তের ফলে বিকল্প জায়গা নিয়ে ভাবতে হবে। বিকল্প জায়গা সম্পর্কে পর্যটকদের সঙ্গে আলোচনাও করতে হবে।’ পর্যটনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন অনেক পর্যটন ব্যবসায়ী।

ইস্টার্ন হিমালয়া ট্রাভেলস অ্যান্ড টুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, ‘সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় আমাদের মতো পর্যটন ব্যবসায়ীদের চরম সমস্যায় পড়তে হবে। গণনা কেন্দ্র সংলগ্ন এলাকা বা কাছেপিঠে যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, শুধুমাত্র সেগুলি বন্ধ রাখা হলে ভালো হত।’ সিকিম (Sikkim) বিধানসভার ফল ঘোষণা ২ জুন। কিন্তু সিকিমের তরফে এখনও এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। অনেকের প্রশ্ন, সিকিম যদি পর্যটনকে ছাড় দিতে পারে, তবে দার্জিলিং কেন পারবে না?।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Land grabbing | তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমিদখলের অভিযোগ, থানার দ্বারস্থ অশীতিপর বৃদ্ধা

রায়গঞ্জঃ বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এক প্রান্তিক কৃষকের জমি দখল করে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ…

16 mins ago

Sunil Gavaskar | ফ্লোরিডায় বৃষ্টিতে বাতিল একের পর এক ম্যাচ, আইসিসিকে দুষলেন সুনীল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য ভেস্তে যাচ্ছে একের পর এক ম্যাচ। মঙ্গলবার…

31 mins ago

Malda | মুদির দোকানের আড়ালে মদ বিক্রি! প্রতিবাদে সরব মহিলারা

হরিশ্চন্দ্রপুর: মুদির দোকানের আড়ালে দেদারে মদ বিক্রি। এর প্রতিবাদ করতে গেলে নির্যাতনের শিকার হচ্ছেন গ্রামের…

34 mins ago

T-20 World Cup | স্কটল্যান্ডের হারে শিকে ছিঁড়ল ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটিশরাও পৌঁছাল সুপার ৮-এ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। শেষ ওভারে…

55 mins ago

Amit Shah | কাশ্মীরে ‘জিরো টেরর প্ল্যান’ তৈরির নির্দেশ, নিরাপত্তায় বিশেষ জোর শা’র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

59 mins ago

Boat Sinks In Ganga | বিহারে গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ৬ তীর্থযাত্রী

পাটনা: ১৭ তীর্থযাত্রী বোঝাই নৌকা ডুবে গেল নদীতে। রবিবার বিহারের পাটনার কাছে বারহ এলাকায় গঙ্গায়…

1 hour ago

This website uses cookies.