উত্তরবঙ্গ

Darjeeling | নেহরু রোডে ফুটপাথে ব্যবসা বন্ধে পদক্ষেপ দার্জিলিং পুরসভার

শিলিগুড়ি: রাজ্যজুড়ে চলা উচ্ছেদ অভিযানের প্রভাব এবার দার্জিলিংয়েও। শৈল শহরের নেহরু রোডের ফুটপাথে মঙ্গলবার থেকে কোনও ব্যবসায়ী বসতে পারবেন না বলে রবিবার মাইকে প্রচার করা হয়েছে। পুরসভার এই ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নেহরু রোডের ফুটপাথ ব্যবসায়ীদের সংগঠনের নেত্রী সুধা ছেত্রী বলেন, ‘আমরা কোথায় যাব? আগে ম্যালের মহাকাল বাজারে সবার বসার ব্যবস্থা ছিল। কিন্তু সেখান থেকে ব্যবসায়ীদের তুলে দেওয়া হয়েছিল। এখানে আমরা রোদ, বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অল্প জায়গা নিয়ে বসে ব্যবসা করছিলাম। এখান থেকেও আমাদের তুলে দেওয়া হচ্ছে। আমাদের এভাবে ভাতে মারার চক্রান্ত চলছে।’ তবে পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরির বক্তব্য, ‘দার্জিলিং শহরের অন্যতম ব্যস্ত রাস্তা নেহরু রোড। পর্যটকদের প্রায় সকলেই এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু ফুটপাথজুড়ে ব্যবসা হওয়ার কারণে রাস্তা অনেকটাই সংকুচিত হয়েছে। তাই ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।’

দার্জিলিং শহরে বিভিন্ন বাজারের পাশাপাশি মহাকাল মার্কেট অত্যন্ত জনপ্রিয় ছিল। আগে ম্যাল থেকে রাজভবন যাওয়ার রাস্তার বাঁদিকের গলিতে বাজার বসত। ধীরে ধীরে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাতেও বাজার বসতে শুরু করে। এটার নাম হল মহাকাল বাজার-২। পর্যটকদের কাছে এই দুটি বাজারই অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। গত বছর জি২০ শীর্ষ সম্মেলনে দেশ-বিদেশের প্রচুর ভিভিআইপি আসবেন বলে মহাকাল বাজার-২ তুলে দেওয়া হয়। সেই সময় অনেক ব্যবসায়ী নেহরু রোডে এসে বসেন। সেই থেকে গ্লিনারিজ থেকে বিশ্ব বাংলা বিপণি হয়ে কেভেন্টার্স পর্যন্ত নেহরু রোডের অনেকটা দখল করে গরম পোশাকের দোকান সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। সেগুলিতে কেনাকাটার জন্য ভিড় জমান পর্যটকরা। কিন্তু গত সোমবার মুখ্যমন্ত্রী রাস্তা দখল করে ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এরপরই রাজ্যজুড়ে উচ্ছেদ শুরু হয়। দার্জিলিংয়েও এবার পুরসভা এই পথে হাঁটছে।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Locarno Film Festival | প্রথম ভারতীয় হিসেবে ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার শাহরুখকে

তপন বকসি, মুম্বই: ৭৭তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Locarno International Film Festival) প্রথম ভারতীয় হিসাবে…

16 mins ago

Vladimir Putin | হাথরস কাণ্ডে বিশ্বজুড়ে শোক, বিশেষ বার্তা পাঠালেন পুতিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) সৎসঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন…

23 mins ago

ICC Ranking | বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, যৌথভাবে শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭…

35 mins ago

Malda | জমি বিবাদের জেরে বোমাবাজি, রণক্ষেত্র হয়ে উঠল মালদার গ্রাম

হরিশ্চন্দ্রপুর: মাত্র ৩ শতক জমিকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে চরম বিবাদের জেরে রণক্ষেত্র হয়ে…

38 mins ago

Leopard | চা পাতা তুলতে গিয়ে আচমকাই হামলা, মহিলার মুখে থাবা বসাল চিতাবাঘ

নাগরাকাটা: কাঁচা চা পাতা তুলতে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সেইসময় যে ঝোপের আড়ালে লুকিয়ে ছিল একটি…

44 mins ago

Kishanganj | ভিনরাজ্যে পাচারের ছক! রেলস্টেশন থেকে উদ্ধার ৭ নাবালক

কিশনগঞ্জ: কাজ দেওয়ার নামে ৭ নাবালককে পাচারের ছক ভেস্তে দিল চাইল্ড লাইন। মঙ্গলবার রাতে কিশনগঞ্জ…

57 mins ago

This website uses cookies.