উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন অর্থনীতিবিদ। ডারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন। এদের মধ্যে ডারন অ্যাসেমোগ্লু তুর্কিয়ের ইস্তাম্বুল শহরের মানুষ। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ১৯৯৩ সাল থেকে তিনি অধ্যাপক হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন ব্রিটেনের শেফিল্ডের বাসিন্দা সাইমন জনসন। অন্যদিকে, ব্রিটিশ অর্থনীতিবিদ, জেমস এ. রবিনসন, বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিনজনের নাম ঘোষণা করে।
কী উঠে এসেছে তাঁদের গবেষণায়? তাঁদের গবেষণার বিষয়টি খুব সুন্দর করে ব্যখ্যা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের নোবেল কমিটির তরফে বলা হয়েছে, ‘কোনও দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা, সেটা তুলে ধরেছেন’ তিন অর্থনীতিবিদ। যে সমাজে আইনের শাসন দুর্বল এবং যে সমাজে এমন প্রতিষ্ঠান আছে, যা জনগণকে শোষণ করে, সেইসব সমাজ সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে না বা উন্নতির জন্য (নিজেকে) পরিবর্তন করতে পারবে না। আর তিন অর্থনীতিবিদ যে গবেষণা করেছেন, সেটা আমাদের বুঝতে সাহায্য করেছে যে কেন এরকম হয়।’
উল্লেখ্য, ১৮৯৫-এ আলফ্রেড নোবেল যে শেষ ইচ্ছাপত্রটি লিখেছিলেন, তাতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার প্রদানের জন্য তিনি তহবিল রেখেছিলেন। তার মধ্যে ছিল না অর্থনীতি। তিনি পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বা ফিজিওলজি, সাহিত্য এবং শান্তি এই বিভাগগুলিতে পুরস্কার দিতে চেয়েছিলেন। ১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু করেছিল। চলতি বছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতেই বাকি নোবেল প্রাপকদের সঙ্গে অর্থনীতিবিদদেরও সেই পুরস্কার প্রদান করা হবে।