উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিন দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)! মুহূর্তের মধ্যে থমকে গেল বিচারপ্রক্রিয়া। এমন নজিরবিহীন ঘটনা চাক্ষুষ করতেই হতবাক আদালতে উপস্থিত প্রত্যেকেই।
ঘড়িতে তখন ১১টা বেজে ৩৯ মিনিট। এজলাসে চলছে বিচারপ্রক্রিয়া। আচমকা শুনানি থামিয়ে দিলেন বিচারকেরা। ঘরের ভেতরে শুধুই অন্ধকার। এদিকে হাইকোর্টের চারটি লিফট, একাধিক এক্সেলেটর তাও মাঝপথে আটকে যায়। লিফটের ভেতর আটকে পড়েন আইনজীবী ও মামলাকারীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উচ্চ আদালত চত্বরজুড়ে।
আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের একটা অংশে আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাতেই ৭-৮ মিনিট অন্ধকারে ডুবে থাকে উচ্চ আদালত। এরফলেই থমকে যায় সবকিছু। অন্যদিকে, আইনজীবীদের একাংশ জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টের ইতিহাসে লোডশেডিংয়ের (Load Shedding) ঘটনা নজিরবিহীন। ঘটনাটি ঘটেছে হাইকোর্টের নতুন বিল্ডিংয়ের একাংশে। তবে হাইকোর্টের বাকি অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকই ছিল।’
এদিকে লিফটে আটকে পড়া এক আইনজীবী বলেন, ‘লিফটে আমার সঙ্গে আরও ১০ জন ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বয়স্ক মামলাকারীও ছিলেন। আচমকা লিফট আটকে যাওয়ায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাইরে থেকে আমাদের উদ্ধার করা হয়।’ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।