মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Calcutta High Court | দিন-দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্টে! মুহূর্তে থমকে গেল বিচারপ্রক্রিয়া

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিন দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)! মুহূর্তের মধ্যে থমকে গেল বিচারপ্রক্রিয়া। এমন নজিরবিহীন ঘটনা চাক্ষুষ করতেই হতবাক আদালতে উপস্থিত প্রত্যেকেই।

ঘড়িতে তখন ১১টা বেজে ৩৯ মিনিট। এজলাসে চলছে বিচারপ্রক্রিয়া। আচমকা শুনানি থামিয়ে দিলেন বিচারকেরা। ঘরের ভেতরে শুধুই অন্ধকার। এদিকে হাইকোর্টের চারটি লিফট, একাধিক এক্সেলেটর তাও মাঝপথে আটকে যায়। লিফটের ভেতর আটকে পড়েন আইনজীবী ও মামলাকারীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে উচ্চ আদালত চত্বরজুড়ে।

আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের একটা অংশে আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাতেই ৭-৮ মিনিট অন্ধকারে ডুবে থাকে উচ্চ আদালত। এরফলেই থমকে যায় সবকিছু। অন্যদিকে, আইনজীবীদের একাংশ জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টের ইতিহাসে লোডশেডিংয়ের (Load Shedding) ঘটনা নজিরবিহীন। ঘটনাটি ঘটেছে হাইকোর্টের নতুন বিল্ডিংয়ের একাংশে। তবে হাইকোর্টের বাকি অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকই ছিল।’

এদিকে লিফটে আটকে পড়া এক আইনজীবী বলেন, ‘লিফটে আমার সঙ্গে আরও ১০ জন ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বয়স্ক মামলাকারীও ছিলেন। আচমকা লিফট আটকে যাওয়ায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাইরে থেকে আমাদের উদ্ধার করা হয়।’ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Nagpur Violence | ঔরঙ্গজেবের সমাধি ইস্যুতে সংঘর্ষ নাগপুরে, আহত ২০, আটক অন্তত ৫০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মোগল সম্রাটের ঔরঙ্গজেবের সমাধি...

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Murshidabad | হোটেলের ঘরে সাজানো টাকার বাণ্ডিল! পাচারকারীর সূত্র ধরে পুলিশের নাগালে চক্রের মাথা

মুর্শিদাবাদ: রবিবার বিকেল নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায়...