রাজ্য

বন্ধ ঘরে উনুন জ্বালিয়ে রেখেই ঘুম! মৃত ১, অসুস্থ ৫

আসানসোল: বন্ধ ঘরে উনুন জ্বালিয়ে রেখেই ঘুম। আর তাতেই বিপত্তি। মারণ গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পাশাপাশি এই ঘটনায় গুরুতর অসুস্থ একই পরিবারের আরও ৫ জন। অসুস্থদের মধ্যে এক শিশুও রয়েছে। বর্তমানে ৫ জনই আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার আসানসোল পুরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের মহিশীলা কলোনির অরবিন্দপল্লি এলাকায়। শনিবার সকালে ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম হাসি নাথ (৪৭)। অসুস্থদের নাম হল ত্রিলোচন নাথ (৫০), রাহুল নাথ (২০), জ্যোৎস্না পাল (৬০), রিঙ্কু পাল ( ২৭) ও বুবাই পাল (১০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিশীলা কলোনির অরবিন্দপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন জ্যোৎস্না পাল ও তাঁর পরিবার। তাঁর মেয়ে হাসি নাথ ও নাতনি রিঙ্কু পাল মহিশীলা কলোনির শিমুলতলা এলাকায় ঠ্যালাগাড়ি করে রুটি তরকারি বিক্রির ব্যবসা করতেন। প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে রুটি বানানোর জন্য জ্বলন্ত উনুনটি ঘরের মধ্যে রেখে ঘুমিয়েছিলেন পাল পরিবারের সকল সদস্যরা। সাধারণত প্রতিদিন সাতসকালেই পাল পরিবারের সকলেই ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু এদিন সকালে তাঁদের উঠতে দেরি হওয়াও প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। তাঁরা দেখেন বন্ধ ঘরের কাঁচের জানলায় পরিবারের শিশুটি দাঁড়িয়ে আছে। প্রতিবেশীরা খবর দেন স্থানীয় পুর কাউন্সিলার কল্যানী রায়কে। তিনি আসানসোল দক্ষিণ থানায় খবর দেন। কাউন্সিলার পৌঁছে যায় এলাকায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পরিবারের সকলেরা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে রয়েছে একটা উনুন। তাতে সামান্য আগুন রয়েছে। সঙ্গে সঙ্গে ৬ জনকে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে হাসি নাথকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৫ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়।

কাউন্সিলার কল্যানী রায় বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। আমাকে ওই এলাকার একজন ফোনে এদিন সকালে সবকিছু জানায়। তখন পুলিশকে ফোন করে এলাকায় ছুটে যাই।‘ জেলা হাসপাতালের চিকিৎসকেরা বলেন, ‘বন্ধ ঘরের মধ্যে জ্বলন্ত উনুন ছিল। তাই তার আগুন থেকে কার্বন মনো-অক্সাইড গ্যাস হয়। ঘুমের মধ্যে সেই গ্যাস পরিবারের সদস্যদের শরীরের মধ্যে চলে যায়। তাতেই তাঁরা অচৈতন্য হয়ে যান। এটা স্বাভাবিক। এই ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত।‘

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mamata Banerjee | মদনমোহনের পুজো থেকে বৈঠক, মঙ্গলে কোচবিহারে কী কী কর্মসূচি মমতার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল, মঙ্গলবার কোচবিহারে (Coochbehar) বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।…

4 mins ago

Tea Garden Closed | চা বাগানে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কর্মহীন দেড় হাজার শ্রমিক

চোপড়া: শ্রমিক অসন্তোষের জের। চোপড়ার (Chopra) চন্দন চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ (Suspension of…

26 mins ago

Train Accident | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু, জানুন পরিচয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।…

27 mins ago

Sukanta Majumdar | ‘কবচ প্রযুক্তি কোনও মাদুলি নয়, গলায় পরলেই হল’, নাম না করে মমতাকে বিঁধলেন সুকান্ত

ফাঁসিদেওয়া: ‘অ্যান্টি কোরাপশন ডিভাইস বা সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়। যে গলায় পরে নিলেই হয়ে…

38 mins ago

Train Accident | কাজে যোগ দিতে রওনা দেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা প্রাণ কাড়ল আবগারি কর্তার

মালবাজার: বরাবর ভালো ছাত্র হিসেবে সুখ্যাতি ছিল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মাল বস্তির ক্যালিব সুব্বার(৩৬)।…

52 mins ago

Athletics championship | জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় হলদিবাড়ির সাগরের

হলদিবাড়ি: ১৯তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ির মুখ উজ্জ্বল করলেন…

1 hour ago

This website uses cookies.