উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মোদিকে প্রিয় অভিনেতার তকমা দিলেন বিজেপিরই মুখ্যমন্ত্রী! সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে, তাঁর প্রিয় অভিনেতা কে? যার উত্তরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম বলেন। আর তাঁর এই মন্তব্যের পরেই বিরোধীদের কটাক্ষের নিশানায় প্রধানমন্ত্রী সহ বিজেপি দল। জানা গিয়েছে, গত রবিবার রাতে আইফা (IIFA)-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শর্মার কাছে তাঁর প্রিয় অভিনেতার নাম জানতে চান সাংবাদিকেরা। যার উত্তরে মুখ্যমন্ত্রী সহাস্য বদনে বলেন, ‘নরেন্দ্র মোদিজি।’
এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রাজস্থান কংগ্রেসের প্রেসিডেন্ট গোভিন্দ সিং দোতাস্রা লেখেন, ‘আমরা তো এই কথা বহুদিন ধরেই বলে চলেছি যে, মোদিজি নেতা নন বরং একজন অভিনেতা। তবু দেরিতে হলেও খোদ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীরাও এবার বলতে শুরু করেছেন মোদিজি জননেতা নন, অভিনেতা।’
আম আদমি পার্টির এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়েছে, ‘বিজেপির মুখ্যমন্ত্রী ও নেতারাও বিশ্বাস করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বড় অভিনেতা এই দেশে না কোনওদিন ছিল না কোনওদিন কেউ হতে পারবে।’
যদিও এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ দাবি করেন, মুখ্যমন্ত্রী শর্মাকে তাঁর পছন্দের ‘হিরো’-র নাম জিজ্ঞেস করা হয়েছিল যার উত্তরে তিনি মোদিজির নাম বলেন।