উত্তরবঙ্গ

কর্মরত অবস্থায় মৃত্যু শ্রমিকের, ক্ষতিপূরণ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বচসা কর্মীদের

শিলিগুড়ি: কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক শ্রমিকের। সেই মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে শনিবার হুলুস্থুলু কাণ্ড বাঁধল নয়াবাজার এলাকায়। এদিন বিকেলের দিকে ওই শ্রমিকের দেহ নয়াবাজারের সংশ্লিষ্ট গদির সামনে নিয়ে আসা হয়। মৃতের পরিবারের অভিযোগ, দেহ ওই গদির সামনে নামাতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এরপর সমস্ত শ্রমিক একত্রিত হয়ে জোরপূর্বক ওই দেহ গদির সামনে রেখে দেয়। যাবতীয় কাজ বন্ধ করে তাঁরা ক্ষতিপূরণের দাবি জানায়। এদিকে, এরমধ্যেই ওই গদির মালিক পালিয়ে যায় বলে অভিযোগ শ্রমিকদের।

এমনকি বিষয়টা নিয়ে দফায় দফায় শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বচসায় জড়ান শ্রমিক নেতারা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রমিকরাও। ঘটনাস্থলে যান ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পিন্টু ঘোষও। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে যাবতীয় অচলাবস্থা চলার পর পুলিশের উপস্থিতিতে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়। আপাতত ৪০ হাজার টাকা দাহ কার্যের জন্য দেওয়া হবে বলে জানানো হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গণেশ পাসোয়ান (৫০) দীর্ঘদিন ধরেই নয়াবাজার এলাকায় কাজ করছিলেন। সন্তোষী নগরের এই বাসিন্দা গত ২০ তারিখ ট্রাকে উঠে মাল আনলোডিংয়ের সময় পড়ে গিয়ে গুরুতর চোট পান। সেইসময় শ্রমিকরাই তাঁকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিক অবস্থা গুরুতর হতে থাকায়, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে গণেশের মৃত্যু হয়।

গণেশের আত্মীয় মন্নু পাসোয়ান বলেন, ‘এতদিনের চিকিৎসায় গদি মালিক শুধুমাত্র এক হাজার টাকা দিয়েছিলেন। এদিন মৃত্যুর খবর জানানোর পর, গদি মালিক বলেন, চুপচাপ আসার জন্য, ক্ষতিপূরণ নিয়ে কথা বলবেন।’ যদিও মৃতের পরিবারের অভিযোগ, গদি মালিক আগে থেকেই পুলিশকে খবর দিয়েছিল। এরপর দেহ আসতেই সেটা নামাতে গেলে বাধা দেয় পুলিশ। সেই থেকেই শুরু হয় বচসা।

আইএনটিটিইউসি-র নয়াবাজার খালপাড়া মজদুর ইউনিয়নের দায়িত্বে থাকা সঞ্জীব কুমার রায় বলেন, ‘কর্মরত অবস্থায় কোনও শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণের নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। দুই-তিনদিনের মধ্যেই আমরা সকলে বসে সেটার সমাধান করব।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

মধুর প্রতিশোধ! ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ তুলল…

4 hours ago

Rss | জলা বুজিয়ে আসানসোলে আরএসএস দপ্তর! মুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন

আসানসোল: রাজ্য জুড়ে বেআইনি জবরদখল নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে আরও এক…

8 hours ago

TMCP Protest | নিট ও নেট-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-এনটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টিএমসিপি’র বিক্ষোভ

কোচবিহার: নিট (NEET) ও নেট (NET)-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ও…

8 hours ago

Bjp | মহিলা বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার! কাঠগড়ায় তৃণমূল

ঘোকসাডাঙ্গা: বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ২ ব্লকের ঘটনা।…

8 hours ago

Raiganj | ধর্ষণের চেষ্টা! থানায় অভিযোগ করায় দুষ্কৃতীদের হুমকিতে ঘরছাড়া গৃহবধূ

রায়গঞ্জ: এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেশী দু’জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানায়…

8 hours ago

Harishchandrapur | সোশ্যাল মিডিয়ায় তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে উত্তেজনা

হরিশ্চন্দ্রপুর: এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur)…

9 hours ago

This website uses cookies.