কলকাতা: এক অসহায় বৃদ্ধ দম্পতির সারা জীবনের ওষুধের দায়িত্ব নিলেন দেব। দেবের তরফে এ মাসের ওষুধ তাঁদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। সঙ্গীতা মজুমদার নামে এক মহিলার টুইট থেকে বরানগরের ওই বৃদ্ধ দম্পতির কথা টুইটারে জানতে পারেন সাংসদ-অভিনেতা।
জানতে পারেন, লকডাউনে কারখানা বন্ধ হয়ে এখন কর্মহীন এক বৃদ্ধ। নার্ভের অসুখের জন্য প্রয়োজনীয় ওষুধটুকুও জোগাড় করতে অক্ষম। তাঁর স্ত্রী দিন গুজরান করেন ব্লাউজ সেলাই করে। বন্ধ সে কাজও। তাই জুটছে না তাঁর হার্টের ওষুধ। সঙ্গীতা মজুমদারের টুইট থেকে একথা জানতে পেরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে দেবের টিম। ঠিকানা এবং বিশদ তথ্য জেনে বরানগরের সেই বৃদ্ধ দম্পতির মাসিক ওষুধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দেব। এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে অসহায় বৃদ্ধ দম্পতি হাতে যেন চাঁদ পাওয়ার সামিল।