উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের নাম উজ্জ্বল করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’ (Hollywood Walk of Fame) সম্মানের তালিকায় নাম উঠেছে অভিনেত্রীর।
হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ডেমি মুর, র্যাচেল ম্যাকঅ্যাডামস, এমিলি ব্লান্ট, টিমোথ চালামেট, স্ট্যানলি টুচির মতো আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন দীপিকাও। মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন তিনি। গত ২০ জুন অনুষ্ঠিত এক সভায় ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল একশো জন মনোনীতদের মধ্যে থেকে ৩৫ জন সম্মানিতদের বেছে নেয়। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকাটি অনুমোদন করে। ওয়াক অফ ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান পিটার রথ বলেন, ‘বিনোদনজগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিভাবান ব্যক্তিত্বদের এই সম্মানে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত।’
প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রজগতের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও জনপ্রিয় দীপিকা পাডুকোন। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের বাইরে বিশ্বের ফ্যাশন ইন্ডাস্ট্রিরও জনপ্রিয় মুখ তিনি। এখনও পর্যন্ত ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক পান দীপিকাই। এবার হলিউডের এই বড় সম্মান পেয়ে অভিনেত্রী যে ইতিহাস গড়লেন, তা বলাই বাহুল্য।