শনিবার, ১২ জুলাই, ২০২৫

Alipurduar | ঋণ মেটাতে দেরি হলেই হুমকি

শেষ আপডেট:

শামুকতলা: ব্যবসায়ী দিলীপ রায়ের তেমন বড় কোনও রাজনৈতিক পরিচয় নেই। তৃণমূলের সাধারণ কর্মী। তবুও এলাকায় তার আতঙ্ক রয়েছে। বুধবার দুপুরে এলাকারই তিন নিরীহ গ্রামবাসীকে বাড়িতে বেঁধে মারধর করার ঘটনায় দিলীপকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, দু’বছর আগে বিজেপির পতাকা খোলার সময় এক কর্মী বাধা দেন। তখন দিলীপ ওই কর্মীকে মারধর করেছিল। তাতে ওই বিজেপি কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপরই তার তৃণমূলের কর্মী হিসেবে গুরুত্ব অনেকটাই কমে যায়। জানা গিয়েছে, সুদের ব্যবসা করে তার প্রচুর টাকা। সেই জোরে জুটেছে সাঙ্গোপাঙ্গও। গোটা এলাকায় সুদের ব্যবসার রীতিমতো জাল বিছিয়েছে। মোটর সাইকেল, স্কুটার বন্ধক রেখে মোটা অঙ্কের সুদ আদায় করে দিলীপ।

জানা গিয়েছে, দশ হাজার টাকায় ১০ দিনে ৩ হাজার টাকা সুদ নেয় সে। কেউ সুদের টাকা না দিলে নানারকম হুমকি এবং মারধর করে টাকা আদায় করে। তাকে এলাকার মানুষ রীতিমতো ভয় পান। এদিন তিনজনকে বেঁধে মারধর করার ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দিলীপকে গ্রেপ্তার করে। তবে বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ঘটনায় বিজেপি দিলীপ এবং তার পরিবারের অভিযুক্ত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তির দাবি তুলেছে।

কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, ‘দিলীপ তৃণমূল কর্মী। এর আগেও আমাদের এক বিজেপি কর্মীকে মারধর করে একটি চোখ নষ্ট করে দিয়েছে। সে এলাকায় সুদের ব্যবসা ছড়িয়ে বসেছে। এলাকার মানুষের কাছে টাকা ধার দিয়ে মোটা অঙ্কের সুদ আদায় করছে। তৃণমূল নেতা-কর্মীরা তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। তৃণমূলের অনেক নেতা-কর্মী এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত।’

তৃণমূলের আলিপুরদুয়ার ব্লক সভাপতি পরিতোষ বর্মন বলেন, ‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। দিলীপ রায় আমাদের দলের সদস্য নয়। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটা আমরাও চাই। বিজেপি সবকিছুর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে বেড়ায়।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Old Malda | অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শেখানো হচ্ছে অ-আ-ক-খ! বিতর্কে পুরাতন মালদার স্কুল

পুরাতন মালদা: গল্প হলেও সত্যি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানো...

Dinhata | বাইক নিয়ে রোমিওদের স্টান্টবাজি! দুর্ঘটনার কবলে ছাত্রীবোঝাই টোটো

দিনহাটা: প্রায়ই নয়ারহাট হাইস্কুলের ছাত্রীদের উওক্ত করতো একদল তরুণ।...

Harishchandrapur | ওয়ার্ডে ছাগল, কুকুর, বেড়ালের অবাধ বিচরণ, বেহাল দশা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের

হরিশ্চন্দ্রপুরঃ বেহাল অবস্থা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে...

Falakata | ব্রিজে জন্মেছে ধানের চারা ফালাকাটা রেল ওভারব্রিজে বিপত্তি চরমে

ফালাকাটা: ঝাঁ চকচকে রেল ওভারব্রিজে জমা জল, তার মধ্যে...