উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে আম আদমি পার্টিতে (Aam Admi Party)জোর ধাক্কা। দল ছাড়লেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট। আম আদমি পার্টি আর সাধারণ মানুষের জন্য কাজ করছে না বলে অভিযোগ করে দল ছেড়েছেন তিনি। নিজের পদত্যাগপত্রে আপ ত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। লিখছেন, ‘দিল্লিতে এখন বহু বিতর্ক সামনে চলে আসছে। যাতে নিজেকে প্রশ্ন করতে হচ্ছে, আমরা কি এখনও আম আদমি থাকায় বিশ্বাস রাখি?’ তাঁর পরিষ্কার অবস্থান, আপ এখন আম আদমির এজেন্ডা ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার লড়াই করছে। এভাবে মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করাও সম্ভব হচ্ছে না।
আপ সরকার যেভাবে প্রতিদিন কেন্দ্রের সঙ্গে নতুন নতুন বিষয়ে ঝামেলায় জড়াচ্ছে তারও সমলোচনা করেছেন কৈলাস গেহলট। তিনি জানান, এই ভাবে সাধারণ মানুষের উন্নয়ন হবে না। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতেই আপের বেশিরভাগ সময় চলে যাচ্ছে এতে উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই কোনও বিকল্প না দেখেই তাঁকে আপ ছাড়তে হল।
তবে রাজনৈতিক মহল সূত্রে অন্য একটি ব্যাখ্যাও ভাসিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আবগারি দুর্নীতিতে ইডির নজরে ছিলেন কৈলাস গেহলট। তাঁকে মাস ছয়েক আগে জিজ্ঞাসাবাদও করা হয়। ফলে নিজের পিঠ বাঁচাতেই তিনি আপত্যাগ করেছেন। তবে আপাতত অন্যদলে যোগদান নিয়ে কিছুই জানাননি কৈলাস গেহলট।