উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেএল রাহুল ম্যাজিক, আর তার জেরেই ম্যাচের ১৩ বল বাকি থাকতেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নিল দিল্লি।
আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। তবে প্রথমে ব্যট করতে নেমেই চালিয়ে খেলা শুরু করেন বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্ট। যদিও ১৭ রানে ৩৭ রান করে তিনি রান আউট হয়ে যান। এরপর একে একে সাঝঘরের রাস্তা ধরেন দেবদত্ত পাড়িক্কল (১), বিরাট কোহলি (২২), লিয়াম লিভিংস্টোন (৪), জীতেশ শর্মারা (৩)। এরপর খেলার শেষ দিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৩ রান তুলতে সক্ষম হয় বেঙ্গালুরু। দুটি করে উইকেট পান দিল্লির দুই স্পিনার ভিপরাজ নিগম এবং কুলদীপ যাদব।
জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। কিন্তু এইসময় দলকে ভরসা জোগায় রাহুলের চওড়া ব্যাট। তাঁর ৫৩ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি, তাঁকে যোগ্য সঙ্গত করেন স্টাবস। ৩৮ রানে অপরাজিত থেকে যান তিনি। আর রাহুল এবং স্টাবসের ১১১ রানের পার্টনারশিপেই ১৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল দিল্লি। আর এরই মধ্যে দিয়ে চলতি আইপিএলে এখন পর্যন্ত নিজেদের অপরাজিত তকমাটিও ধরে রাখল তাঁরা।