Monday, July 8, 2024
HomeMust-Read NewsSiliguri Water Crisis | পুরনিগমের জল পান নিষেধ, শহরে বাড়ছে জারবন্দি জলের...

Siliguri Water Crisis | পুরনিগমের জল পান নিষেধ, শহরে বাড়ছে জারবন্দি জলের চাহিদা

সাগর বাগচী, শিলিগুড়ি: বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে পুরনিগমের সরবরাহ করা পানীয় জল খেতে নিষেধ করেছেন মেয়র গৌতম দেব(Goutam Deb)। আর তারপরই শহরে জারবন্দি জলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এদিন অনেককেই দোকানে লাইন দিয়ে জল কিনতে দেখা গিয়েছে। জারবন্দি জলের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে নজর রাখছে পুরনিগম।

অন্যদিনের মতো গতকালও বোতলে জল ভরে রেখেছিলেন হায়দরপাড়ার বাসিন্দা গৃহবধূ তানিয়া ভৌমিক। পুরনিগমের সরবরাহ করা জল(Siliguri Water Crisis) খাওয়া যাবে না, এখবর শোনা মাত্র দ্রুত বোতলবন্দি জল বেসিনে ফেলে দেন। কিন্তু পানের জন্য তো জল চাই, তার ব্যবস্থা করতে তানিয়া ছোটেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন গোষ্ঠ পাল মূর্তির পাশে একটি দোকানে। ততক্ষণে আরও অনেকেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। রীতিমতো লাইন দিয়ে সেখানে সকলে জল কিনছেন। তাঁদের বক্তব্য, ‘চাহিদা বেড়েছে, এই সুযোগে যাতে কেউ অতিরিক্ত দাম না নেন, সেদিকে নজরদারি প্রয়োজন।’

জল বিক্রেতা ভীম শর্মা অবশ্য বলছেন, ‘চাহিদা রয়েছে ব্যাপক। কিন্তু দাম বাড়ানোর কোনও জায়গা নেই।’

এদিন সময় যত গড়িয়েছে, ততই মানুষকে জলের জন্য ছুটতে দেখা গিয়েছে। কেউ ২০ লিটার, কেউ ৫ লিটারের জলের জার কিনে বাড়ি ফিরেছেন। ডিস্ট্রিবিউটারদের কাছেও ছিল ভিড়। শক্তিগড়ের জল ব্যবসায়ী রনি সাহার কথায়, ‘পাঁচ লিটারের জারের চাহিদা সবচেয়ে বেশি। ৫ লিটারের জার ৪০ টাকা ও দুই লিটারের ৯টি জলের বোতল ১৩০ টাকায় বিক্রি করছি।’

চাহিদা বাড়ার সুযোগে কিছু ব্যবসায়ী এদিন জলের বোতলের দর বাড়িয়ে দেন বলে অভিযোগ। এদিন সকালে ২০ লিটারের জলের জার ৪০ টাকায় বিক্রি হয়েছিল। সন্ধ্যা হতে হতে তা ৮০ টাকায় পৌঁছে যায় কিছু জায়গায়।

কলেজপাড়া সংলগ্ন চিলড্রেন্স পার্কের কাছে দোকানে জল বিক্রি করেন উত্তম নাগ। তাঁর কথায়, ‘এতদিন ৬০ টাকা করে একটি জার বিক্রি করে এসেছি। এদিনও একই দাম রাখা হচ্ছে।’

যদিও এতে আশ্বস্ত হতে পারছে না আমজনতা। সুভাষপল্লির বাসিন্দা বিকাশ সাহা, সন্তোষ দাসদের বক্তব্য, ‘যেখানে জলের দাম বেশি চাওয়া হবে, সেখানে মানুষকে রুখে দাঁড়ানো উচিত। পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো দরকার।’

পরিস্থিতির ওপর নজর রাখছে শিলিগুড়ি পুরনিগম। পুরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত। তাঁর কথায়, ‘মেয়র সমস্ত থানার আইসিকে নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি যাঁরা জলের ব্যবসা করেন তাঁদের সঙ্গেও কথা বলেছেন। সুযোগ বুঝে যাতে কেউ জলের অতিরিক্তি দাম নিতে না পারেন, সেটা মেয়র দেখার কথা বলেছেন।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMCH | সুপারস্পেশালিটি ব্লকের অন্তর্বিভাগ চালুর আগেই বিপত্তি, মেডিকেলে ভেঙে পড়ল ফলস সিলিং

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) সুপারস্পেশালিটি ব্লকে এখনও অন্তর্বিভাগ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। গত মাসে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক...

Euro Cup 2024 | ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ডকে চিন্তায় রাখল নেদারল্যান্ডসের পারফরমেন্স

0
সুস্মিতা গঙ্গোপাধ্যায়, কলকাতাঃ রোনাল্ড কোয়েম্যানের দল যেভাবে মাত্র ২০ মিনিট বাকি থাকতে খাদের কিনারে থাকা অবস্থা থেকে ম্যাচ বার করে নিল, সেটাকে গ্যারেথ সাউথগেটের...

Manoj Tigga | সমস্যায় জর্জরিত সামসিং! পরিদর্শনে এসে সার্বিক উন্নয়নের আশ্বাস সাংসদ মনোজ টিগ্গার...

0
মেটেলিঃ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জায়গা পশ্চিম ডুয়ার্সের সামসিং। এলাকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে সামসিং বেড়াতে প্রতিবছরই আসেন হাজারে হাজারে পর্যটক। এই পর্যটনস্থলের উন্নয়নে...

Dooars | পর্যটনের দিশা, ভিলেজ ট্যুরিজমের পরিকল্পনা ডুয়ার্সে

0
ময়নাগুড়ি: বর্ষাকালে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। তা বলে পর্যটকদের আসা তো আর নিষিদ্ধ নয়। এই পরিস্থিতিতে পর্যটনের নতুন দিশা দেখাতে পারে ভিলেজ ট্যুরিজম (Village tourism)।...

Karmashree Prakalpa | উপার্জনের দিশা দেখাচ্ছে কর্মশ্রী, কাজ পেলেন উত্তরবঙ্গের লক্ষাধিক জব কার্ডধারী

0
চাঁদকুমার বড়াল, কোচবিহার: কর্মশ্রী প্রকল্পে (Karmashree Prakalpa) উত্তরবঙ্গের আট জেলার এক লক্ষেরও বেশি মানুষকে কাজ দিল রাজ্য সরকার। মূলত একশো দিনের কাজের যাঁদের জব...

Most Popular