উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Case) তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে রবিবার যাদবপুর (Jadavpur) থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলে পা মিলিয়েছিলেন জুনিয়ার চিকিৎসকেরাও। সেই মিছিল থেকে শোনা গেল ‘ভারত বিরোধী’ স্লোগান। ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ এই স্লোগানে মুখরিত হয় মিছিল। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্যে। এই স্লোগান নিয়ে তোপ দেগেছে তৃণমূল-বিজেপি দুই দলই।
ন্যায় বিচারের মিছিল থেকে ‘ভারত বিরোধী’ স্লোগান। যা নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। তিনি সমালোচনার সুরে বলেন, ‘মুখোশের আড়ালে অরাজকতা বন্ধ হোক।’ পাল্টা সুর চড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar) বলেন, ‘প্রথম থেকেই বলছি, এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। সেটা অতি বামেরা করছে। উদ্দেশ্য একটাই। আর সেটা করছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই। তাঁরা জানেন, এই স্লোগানগুলো উঠলে, সাধারণ মানুষ পিছিয়ে আসবেন। কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চান না। ভারতবর্ষকে নিয়ে সাধারণ মানুষ খুশিই রয়েছেন।’
অন্যদিকে, চিকিৎসক (Doctor) সুবর্ণ গোস্বামী বলেন, ‘যে যার নিজের স্লোগান দিচ্ছে, তাতে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু এই ধরনের বিভিন্ন জিনিস তুলে এনে আপত্তি জানাবেন। আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন।’