ওদলাবাড়িঃ ফের ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গেল বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওয়াশাবাড়ি চা বাগানের চার্চ লাইনে দু’জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই ঘটনার সত্যতা স্বীকার করে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন।
এদিন স্বাস্থ্য দপ্তরের তরফে মালের বিএমওএইচ দীপঙ্কর কর জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্ত দুজনই ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতেই রয়েছেন। এলাকায় আর কেউ জ্বর অথবা ডেঙ্গির উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন কিনা স্বাস্থ্য কর্মীরা তা বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখছেন।
এদিকে, ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলতেই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এডিস মশার বাড়বাড়ন্ত রুখতে এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার ওপরে নজর রাখা হচ্ছে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মশার উপদ্রব ঠেকাতে স্বাস্থ্য দপ্তরের ভিআরপি দল আক্রান্তদের বাড়ির আশপাশে তো বটেই, চা বাগানের বিভিন্ন প্রান্ত জুড়ে মশা মারার জন্য ফগিং শুরু করেছেন। পাশাপাশি এডিস মশার বাড়বাড়ন্ত রুখতে জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া, নিয়মিত স্প্রে করার কাজও চলছে বলে বিএমওএইচ দীপঙ্কর কর জানিয়েছেন। ওয়াশাবাড়ি চা বাগান কর্তৃপক্ষের তরফেও শ্রমিক মহল্লায় সচেতনতা প্রচার ও এলাকা পরিস্কার পরিচ্ছন্ন আবেদন জানিয়েছেন চা বাগানের ম্যানেজার রাজ কুমার মণ্ডল।