উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: ফের খুলতে পারে স্কুল। সূত্রের খবর, ইতিমধ্য়ে স্কুল খোলার বিষয়ে রাজ্য়ের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে চলেছে নবান্ন।
সূত্রের খবর, স্কুল খোলার পক্ষে মত দিয়ে ফের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চালুর কথা উল্লেখ করেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের মত, কম বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে। সেক্ষেত্রে কোভিডবিধি মেনে স্কুল খোলা হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে নবান্ন সূত্রে খবর, এবিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা শেষেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য।
ইতিমধ্য়ে দেশের একাধিক রাজ্য়ে খুলেছে স্কুল। অন্য়দিকে, রাজ্য়ে স্কুল খোলার দাবিতে অভিভাবক পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক সহ শিক্ষাকর্মীরাও সুর চড়াতে শুরু করেছেন। এছাড়াও স্কুল খোলার দাবিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও।