ফরাক্কা: অবিলম্বে ১০০ দিনের কাজ চালু, বকেয়া মজুরি প্রদান, জমি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ করা সহ ১৫ দফা দাবিতে বিক্ষোভে শামিল সারা ভারত কৃষকসভার ফরাক্কা কমিটি। সোমবার নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। সেই মিছিল ফরাক্কা বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি বিক্ষোভ সমাবেশ ও বিডিওকে ডেপুটেশন প্রদান করা হয়।
সারা ভারত কৃষক সভা ফরাক্কা শাখা সম্পাদক শ্যামল মিশ্র বলেন, ‘বিএলআরও’র কাছে দাবি ছিল জমি মাফিয়াদের দৌরাত্ম বাড়ছে। ফরাক্কা ব্লকের জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে জেলা শাসককে বলেছিলেন উদ্বাস্তু কলোনিগুলো পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করতে l তার কোনও উদ্যোগে এখনও আধিকারিকরা নেয়নি পাশাপাশি মৎস্যজীবীদের পরিচয় পত্র, র্যাশন কার্ড, একশো দিনের কাজ নিয়ে দাবি-দাওয়া ছিল আমাদের।‘
সিটু নেতা দিলীপ মিশ্র তৃণমূলকে একহাত নিয়ে ক্ষোভের সঙ্গে বলেন, ‘যা কিছু হয়েছে সব বামেদের আমলে হয়েছে। ১২ বছরে একটা স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ওরা করে দেখাতে পারল না। যা ছিল সেগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে। পাশাপাশি সর্বত্রই দুর্নীতি সিন্ডিকেট এবং লুটের রাজ্য চলছে। ফরাক্কা থেকে কলকাতার সাধারণ মানুষ সব কিছু জানে। আজ মানুষ সঠিক বুঝতে শিখে গিয়েছে। মোদি আর দিদি একই পয়সার দুটি দিক।‘