উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে (Prayagraj) কুম্ভ মেলায় আগুন (Fire at Maha Kumbh)। ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই একাধিক তাঁবু। জানা যাচ্ছে, দুটি তাঁবু থেকে গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। যার জেরে আগুন আরও ছড়িয়ে পড়ে। অন্তত ১০টিরও বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন ছিল। তাঁরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে। হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। পূণ্যার্থীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সরকারের গুরুত্বপূর্ণ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পরে দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গেছে, গীতা প্রেসের তাঁবু থেকেই আগুন ছড়ায়। উত্তরপ্রদেশের এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, আগুন লাগার ৩ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে যায়, সঙ্গে সঙ্গেই বিপর্যয় মোকাবিলা দলও সেখানে পৌঁছয়। সাড়ে চারটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে প্রয়াগরাজের জেলাশাসকের দাবি, সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। দুই আধিকারিকের দু’রকম মন্তব্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।
अत्यंत दुःखद! #MahaKumbh में आग लगने की घटना ने सभी को स्तब्ध कर दिया।
प्रशासन तुरंत राहत और बचाव कार्य सुनिश्चित कर रही है ।
माँ गंगा से सभी की सुरक्षा के लिए प्रार्थना है 🙏 pic.twitter.com/Msg6MGIvUE
— MahaKumbh 2025 (@MahaaKumbh) January 19, 2025
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সরকারের গুরুত্বপূর্ণ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। মহাকুম্ভের অফিশিয়াল এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ‘গোটা ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনায় প্রত্যেকেই শোকাহত। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম চেষ্টা করা হচ্ছে। মা গঙ্গা সকলকে রক্ষা করুন।’