কোচবিহার: মন্দিরে পুজোর জন্য পুরোহিত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল দেবত্র ট্রাস্ট বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন দুজন মহিলা। পুরোহিত তো দূরের কথা, দেবত্র ট্রাস্ট বোর্ডের ইতিহাসে দেউরি পদেও আজ পর্যন্ত কোনও মহিলার কাজ করার রেকর্ড নেই। শুধুমাত্র ট্রাস্টের বেনারসের মন্দিরে একজন মহিলা ধোবি রয়েছেন। এই অবস্থায় দেবত্র ট্রাস্ট বোর্ডের পূজারির বিজ্ঞপ্তিতে দুজন মহিলার আবেদনের ঘটনার কথা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। দেবত্র ট্রাস্ট বোর্ডের সচিব কৃষ্ণগোপাল ধারা বলেন, ‘আমরা সাতজন পূজারি চেয়ে বিজ্ঞপ্তি করেছিলাম। তাতে দুই শতাধিক নাম জমা পড়েছে। শীঘ্রই কোচবিহারের কোনও স্কুলে তাঁদের লিখিত পরীক্ষা হবে। পরে মৌখিকও হবে।’
দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে কোচবিহারের মদনমোহন মন্দির, রাজমাতা মন্দির, ডাঙ্গরআই মন্দির, বাণেশ্বর মন্দির, ষণ্ডেশ্বর মন্দির, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙ্গা ও মেখলিগঞ্জের মদনমোহন মন্দির, গোসানিমারির কামতেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির সহ জেলায় মোট ২০টি মন্দির রয়েছে। এছাড়া জেলার বাইরে বেনারসে কালী মন্দির ও বৃন্দাবনে রাধাগোবিন্দ মন্দির রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে মোট ২২টি মন্দির রয়েছে। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে থাকা অধিকাংশ মন্দিরেই পুজো হচ্ছে অবসরপ্রাপ্ত পূজারিদের দিয়ে। অবসরপ্রাপ্ত পূজারিদের মধ্যে কোচবিহারের মূল মদনমোহন মন্দিরে রয়েছেন তিনজন। এঁরা হলেন মন্দিরের রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য, খগপতি মিশ্র ও শিবকুমার চক্রবর্তী।
এছাড়া ট্রাস্টের অবসরপ্রাপ্ত পুরোহিত যাঁরা ট্রাস্টের বিভিন্ন মন্দিরের পুজো চালাচ্ছেন তাঁরা হলেন, বাণেশ্বর শিব মন্দিরের অচিন্ত্য ঠাকুর, সিদ্ধেশ্বরী মন্দিরের দীনেশ্বর দেবশর্মা, ধলুয়াবাড়ি শিব মন্দিরের প্রদীপ দেবশর্মা, ষণ্ডেশ্বর মন্দিরের লক্ষ্মীকান্ত দেবশর্মা, তুফানগঞ্জ মদনমোহন মন্দিরের কৃষ্ণকান্ত দেবশর্মা, রাজমাতা মন্দিরের দীনেন ভট্টাচার্য প্রমুখ। ফলে ট্রাস্টের অধিকাংশ মন্দিরে পুরোহিত না থাকার কারণে সম্প্রতি পুরোহিত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল দেবত্র ট্রাস্ট বোর্ড। তাতে ২১৭টি আবেদন জমা পড়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই নাম জমা পড়েছে। তাতে বিভিন্ন পদবির মানুষ আবেদন করেছেন। এরই মধ্যে যতদূর দেখা গিয়েছে, তাতে দুজন মহিলা পুরোহিত পদে আবেদন করেছেন। আর তা নিয়েই ট্রাস্টের অন্দরে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সমস্ত নিয়ম মেনে পরীক্ষায় পাশ করে যদি কোনও মহিলা পুরোহিত পদে নিয়োগ হন, তাহলে দেবত্র ট্রাস্ট বোর্ডের ইতিহাসে এই প্রথম মহিলা পুরোহিত হবেন।