সিতাই: দুর্গোৎসবে মন ভার সাবেক ছিটের বাসিন্দাদের। ঘটনাটি কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটের। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি দুর্গোৎসবের। ইতিমধ্যেই চারিদিকে উৎসবে সেজে ওঠার ব্যস্ততা দেখা যাচ্ছে। কিন্তু দিনহাটা-১ ব্লকের বাত্রিগাছ সাবেক ছিটের বাসিন্দাদের মন ভার।
বাসিন্দাদের অভিযোগ, ভারত-বাংলাদেশ সাবেক ছিটমহল বিনিময়ের প্রায় আট বছর অতিক্রান্ত হলেও এলাকায় কর্মসংস্থান, কৃষিকাজের উন্নয়নের মত অত্যন্ত জরুরি বিষয়গুলো আজও অধরা। যার জেরে অর্থাভাবে কোনওরকমে সংসার চলছে অধিকাংশ বাসিন্দার।
এলাকার বাসিন্দা সান্ত্বনা বর্মন জানান, এলাকায় কাজ নেই, হাতে পয়সা নেই। কাজেই পুজো বলে বাড়তি কোনও উল্লাস তাদের নেই। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মনারাণি রায় ও নুরনবী মিয়াঁ জানান, সরকারি বেশকিছু প্রকল্পের সুবিধা বাসিন্দারা পাচ্ছেন। বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েত প্রধান বিমলচন্দ্র রায় জানান, ওই সাবেক ছিট এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনের তরফে সমস্ত রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে।