উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis’s Oath Ceremony)। আর তাঁকে শুভেচ্ছা জানাতে এদিন আজাদ ময়দানে উপস্থিত ছিলেন বলিউডের (Bollywood) একঝাঁক তারকা। কে নেই তালিকায়? শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, রণবীর সিং সহ আরও অনেকে।
মুম্বইয়ের (Mumbai) আজাদ ময়দানের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি বলিউড তারকাদের। দেবেন্দ্র ফড়নবিশের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দু’জন-এনসিপির অজিত পওয়ার এবং শিব সেনার একনাথ শিণ্ডে।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। একে-অপরকে জড়িয়ে কুশল বিনিময় করলেন। আজাদ ময়দানের অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হল সেই দৃশ্য। মুকেশ আম্বানির সঙ্গে একফ্রেমে ধরা দিলেন কখনও শচিন তেন্ডুলকর, আবার কখনও বা সলমন খান। শাহরুখ-সলমনকে আলিঙ্গন করতেও দেখা গেল। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এলেন বিদ্যা বালন। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গেল জাহ্নবী কাপুরকে। এছাড়াও ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, খুশি কাপুর, অর্জুন কাপুররা উপস্থিত হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।
এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়নবিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। যদিও মন্ত্রীসভার বাকি সদস্যদের শপথ হয়নি এদিন। মহারাষ্ট্রে এই সরকার গঠন নিয়ে এতদিন কম টানাপোড়েন চলেনি। শেষ মুহূর্ত পর্যন্ত শিন্ডেকে নিয়ে টানাপোড়েন চলেছে। দেবেন্দ্র ফড়নবিশের উদ্যোগে শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে রাজি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিন্ডে।