রায়গঞ্জ: প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের শেষ শনিবার শ্রী শ্রী মোটর কালিমাতা মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর বিশেষত্ব এখানে পাঁঠাবলির পরিবর্তে বলি দেওয়া হয় আখ ও চালকুমড়ো। এই পুজোয় শামিল হতে ভিড় জমালেন দুর-দূরান্তের ভক্তরা।
কর্নজোড়া (Uttar Dinajpur) এলাকায় যানবাহন ক্রমাগত দুর্ঘটনার কবলে পড়ার কারনে জেলার সকল প্রকার পরিবহন মালিক ও স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় আনুমানিক ৪৫ বছর আগে এই মন্দির স্থাপন করা হয়েছিল। আগে পাঁঠাবলি দিয়ে পুজো হত। বর্তমানে চালকুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। স্থানীয় আদিবাসী এবং জেলার প্রতিষ্ঠিত কিছু মানুষদের নিয়ে ২১ জনের একটি ট্রাস্টি বোর্ড দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দিরটি তৈরি করেছেন। এদিন প্রায় ১৫ হজার ভক্তবৃন্দের সমাগম হয়। তাদের হাতে প্রসাদ তুলে দিতে পেরে বেজায় খুশি মন্দির কমিটি।