DGMO | ভারত-পাকিস্তানের মধ্যে ডিজিএমও পর্যায়ের বৈঠক সম্পন্ন, কী আলোচনা হল দুই দেশের ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও (DGMO) পর্যায়ের বৈঠক হল। সোমবার বিকেল ৫ টা নাগাদ হটলাইনে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ঘাই ও পাকিস্তানের তরফে একই পদাধিকারী মেজর জেনারেল কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়।

এদিন হটলাইনে ডিজিএমও পর্যায়ে ভারত ও পাকিস্তান একমত হয়েছে যে উভয় পক্ষই কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেবে না এবং কোনও গুলি চালানো হবে না। সীমান্ত এবং সামনের এলাকা থেকে সেনার সংখ্যা হ্রাস নিশ্চিত করার জন্য উভয় পক্ষই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও একমত হয়েছে।’ গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। এই হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি শিবির মিসাইল হানায় তছনছ করে দেওয়া হয়। মৃত্যু হয় অন্তত ১০০ জঙ্গির। জইশ ই মহম্মদ, লস্কর এ তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। লস্কর নেতা হাফিজ সৈয়দের পুরো পরিবার এই জঙ্গি হামলায় প্রাণ হারায়। মারা যায় আব্দুল রউফের মতো জঙ্গি।

ভারতীয় সেনার এই প্রত্যাঘাত অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তখনই ঠিক হয় সোমবার দুপুর ১২টার সময় দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে। এদিন ১২টা নাগাদ বৈঠক পিছিয়ে যায়। পরে ৫ টা নাগাদ বৈঠক শুরু হয়। এদিন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এই আলোচনায় অংশ নিয়েছেন। এর আগে নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ২০২১ সালে ভারত ও পাকিস্তানের ডিজিএমওরা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Boeing Dreamliner aircraft | মাঝ আকাশে বিপত্তি হায়দরাবাদগামী একটি ড্রিমলাইনারের বিমানের, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার...

Ayatollah Ali Khamenei | খামেনেইকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েল! আটকে দেন ট্রাম্প?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে...

Iran-Israel Conflict | ইরানে মৃত ২২৪, ইজরায়েলে ১৪! মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের বীভৎসতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইজরায়েলের (Israel) হামলা শুরুর...

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...