উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Dhaka International Film Festival)। ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ছবিও।
তালিকায় রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’, পরিচালক শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’। এছাড়া রয়েছে পরিচালক যতলা সিদ্ধার্থ’র ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, পরিচালক অভিলাষ শর্মা’র ‘সোয়াহা’, পরিচালক উজ্জ্বল পলের ‘ক্লার্ক’।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা (Dhaka) ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম, উইমেনস ফিল্ম সহ একাধিক সেকশনে ৭৫ দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২২০ চলচ্চিত্র দেখানো হবে। এই উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।