উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। ঘটনার প্রতিবাদে ১৪ অগাস্ট রাত দখলে নামে মেয়েরা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) থেকে এল সংহতির বার্তা। রাত দখল করো কর্মসূচির ডাক দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও। শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
গত ৮ অগাস্ট মধ্যরাতে আরজি করের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে (RG Kar Hospital Incident)। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন। বাংলাদেশ থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। এবার নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আজকের এই কর্মসূচির পোস্টার। সেখানে লেখা, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে মেয়েরা রাত দখল করো।’