Breaking News

Dharmendra Pradhan | কমিটি গঠন করে এনটিএ-র ‘ত্রুটি’ খতিয়ে দেখা হবে, নৈতিক দায় স্বীকার করে বললেন শিক্ষামন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিট দুর্নীতিতে এনটিএর ‘গলদ’ কার্যত মেনেই নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ‘ভুল’ সংশোধন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটি সবটা খতিয়ে দেখে সুপারিশ করবে। সেই মত পরীক্ষা পদ্ধতি থেকে এনটিএর কাঠামো সবটাই শুধরে নেওয়া হবে। ছাত্রছাত্রীদের কেন্দ্রের প্রতি আস্থা রাখতে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি বিরোধীদের অনুরোধ করছেন রাজনৈতিক স্বার্থে যেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে বলি দেওয়া না হয়।

শিক্ষামন্ত্রী জানান, এনটিএ-র কাঠামোগত এবং প্রক্রিয়াগত সংশোধন প্রয়োজন। তা নিশ্চিত করতে সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে। বিজ্ঞান, প্রযুক্তি, আইন, শিক্ষা, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের নিয়ে সেই কমিটি তৈরি হবে। তাদের সুপারিশ অনুযায়ী এনটিএ-র শোধন করা হবে। শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি করা হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনও প্রকার আপস করা হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নিট দুর্নীতি নিয়ে ধর্মেন্দ্রর সাফ কথা দোষ প্রমাণিত হলে দোষীরা শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও একই নীতি রয়েছে সরকারের। কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না।

নেট (UGC NET Cancellation)পরীক্ষা বাতিল করে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক ওয়েবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষার আগেই। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এর পরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’ এক্ষেত্রে টেলিগ্রামের মতো অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এর উপর নজরদারি চালানো কঠিন বলেও জানান তিনি। তবে স্বচ্ছতার সঙ্গে আপস করা হবে না। নিটের দুর্নীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এনিয়ে বিহার সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে। এই দুর্নীতির নৈতিক দায় স্বীকার করে নিয়ে তাঁর আরও দাবি, দু’টি বিষয়ই অত্যন্ত স্পর্শকাতর। এর সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Malda | মিড-ডে মিল নিয়ে গণ্ডগোল, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের হাতাহাতি!

হরিশ্চন্দ্রপুর: দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের মধ্যে মিড-ডে মিল (Mid Day Meal) নিয়ে…

10 mins ago

Cyber Crime | সাইবার অপরাধে পাকিস্তান যোগ! পাটনা থেকে গ্রেপ্তার মহিলা সহ ২

কিশনগঞ্জ: সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১ মহিলা সহ ২ জনকে গ্রেপ্তার করল কাটিহার সাইবার…

22 mins ago

BJP Protest | প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর কুশপুতুলে লাথি! তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

বালুরঘাট: নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে তৃণমূলের শিক্ষক সংগঠনের ডাকা ২৫ জুনের মিছিল থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী…

2 hours ago

পুরোনো তেজপাতা ফেলে না দিয়ে কোন কাজে লাগাতে পারবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেজপাতার হরেক গুণ। ডায়াবিটিস নিয়ন্ত্রণ থেকে হার্টের সমস্যা- বিভিন্ন রোগের ওষুধ…

2 hours ago

IND vs ENG, Guyana Weather update | আবহাওয়ার উন্নতি হচ্ছে, গায়ানায় ভারত-ইংল্যান্ড টি২০ সেমিফাইনাল ঘিরে আশার আলো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেটভক্তদের জন্য আশার আলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের অবস্থার উন্নতি…

2 hours ago

Gayerkata News | নদীর গা ঘেঁষে বেআইনিভাবে বিনোদন পার্ক নির্মাণের চেষ্টা, ক্ষুব্ধ স্থানীয়রা

গয়েরকাটা: গা ঘেঁষে বিনোদন পার্ক গড়তে গিয়ে নদীর স্বাভাবিক গতিকে বাধা দেওয়া হয়েছে বলে গুরুতর…

2 hours ago

This website uses cookies.