শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Dhupguri | রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধূপগুড়িতে গ্রেপ্তার বিবাহিত তরুণ

শেষ আপডেট:

শুভাশিস বসাক, ধূপগুড়ি : ১৬ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বিবাহিত তরুণের বিরুদ্ধে। হোলির দিন অর্থাৎ শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবিষয়ে রবিবার নির্যাতিতার পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে এদিনই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্য ও বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাগুরমারির ওই কিশোরী দাদুর বাড়িতে যাচ্ছিল। সেই সময় তাকে রাস্তা থেকে তুলে পাশে ঝোপের আড়ালে নিয়ে যায় প্রতিবেশী এক মদ্যপ তরুণ। সেখানে মেয়েটিকে মুখ চেপে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রায় দেড় ঘণ্টা কিশোরীর কোনও হদিস না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা। পরে মেয়েটি কোনওমতে বাড়ি ফিরে নির্যাতনের কথা পরিবারকে জানায়। ঘটনার কথা চাউর হতেই বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

রবিবার নির্যাতিতার পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করেছে। ধৃতকে এদিনই আদালতে তোলা হয়। তার তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, মেডিকেল টেস্টের জন্য নির্যাতিতাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ধৃত তরুণ বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। মদ্যপ অবস্থায় সে এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের জেরায় স্বীকার করেছে। মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা বিষয়টি তদারকি করছেন। তবে তদন্তের স্বার্থে এখনই ঘটনাটি নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

SSC | অযোগ্যদের বেতন ফেরাতে উদ্যোগী নয় রাজ্য! আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার...

Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

নাগারাকাটা: শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। তার আগে ডুয়ার্সের...

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা 'অযোগ্য' হিসাবে চিহ্নিত নন...

Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে...